এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগ, উপনির্বাচনের আগেই বিপাকে পদ্ম শিবির!

হেভিওয়েট বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগ, উপনির্বাচনের আগেই বিপাকে পদ্ম শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 সালের বিধানসভা নির্বাচনে বহু চেষ্টা করেও বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে পারেনি। তবে এই প্রথম রাজ্যে বিরোধী দলের জায়গা দখল করেছে তারা। আর তারপর থেকেই বিজেপি তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারার কারণে অনেক হেভিওয়েট বিজেপি নেতাকর্মীরা যোগদান করতে শুরু করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসে। ইতিমধ্যেই একাধিক বিজেপি বিধায়ক ঘাসফুল শিবিরের নাম লিখিয়েছেন। তবে বর্তমানে শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দল ব্যস্ত পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে।

প্রত্যেকেই নিজের নিজের মতো করে জোর কদমে প্রচার চালাতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে সদ্য সমাপ্ত 2021 এর বিধানসভা নির্বাচনে গোসাবা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপের মুখে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি। উপনির্বাচনের প্রচারে যখন বিজেপি তৃণমূলকে কুপোকাত করার চিন্তা ভাবনা করছে, তখন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে গোসাবার বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগ গেরুয়া শিবিরকে যথেষ্ট চাপের মুখে ফেলে দিলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন গোসাবার পরাজিত বিজেপি প্রার্থী বরুণ পরামানিক যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। আর তারপরেই কেন তিনি বিজেপি ছাড়লেন, সেই ব্যাপারটি স্পষ্ট করেন হেভিওয়েট নেতা। এদিন এই প্রসঙ্গে বরুণ প্রামানিক বলেন, “তৃণমূলে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। দল বদল করে আমি পাপের প্রায়শ্চিত্ত করলাম। দল যেভাবে আমাকে কাজে লাগাবে, আমি সেইভাবেই কাজ করব।” একাংশ বলছেন, একসময় তৃণমূল কংগ্রেসেই ছিলেন এই বরুন প্রামানিক। তবে বিধানসভা নির্বাচনের আগে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। তারপর বিজেপির পক্ষ থেকে টিকিটও পান। কিন্তু জয়লাভ করতে পারেননি। তবে এবার সেই হেভিওয়েট নেতা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের ফিরে আসার কারণে যথেষ্ট উজ্জীবিত ঘাসফুল শিবির।

পর্যবেক্ষকদের মতে, বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছানোর পরেই ধীরে ধীরে গেরুয়া শিবিরের ভাঙ্গন সামনে আসতে শুরু করে। তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে এসেছিলেন, তাদের অনেকেই আবার তৃণমূলে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ইতিমধ্যেই অনেকে ঘাসফুল শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন। আর এবার গোসাবার পরাজিত বিজেপি প্রার্থী তৃণমূলে যুক্ত হলেন। স্বভাবতই গোটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির চাপ যে কিছুটা হলেও বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!