এখন পড়ছেন
হোম > রাজনীতি > নিয়োগ দুর্নীতিতে হবে ন্যায়বিচার, আশার আলো দেখছেন এই হেভিওয়েট!

নিয়োগ দুর্নীতিতে হবে ন্যায়বিচার, আশার আলো দেখছেন এই হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসি নিয়োগে দুর্নীতিকে কেন্দ্র করে কার্যত জেরবার রাজ্য সরকার। প্রতি মুহূর্তে একের পর এক মন্ত্রীকে সিবিআই জেরার মুখোমুখি হতে হচ্ছে। আদালতের একের পর এক নির্দেশ রাজ্যের কাছে কার্যত বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দ্রুত প্রকৃত দোষীদের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণ করা হোক। তবে এবার যে কিছুটা হলেও ন্যায় বিচার হবে, সেই ব্যাপারে আশা প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমন করতে যান দিলীপ ঘোষ। আর সেখানেই তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “চাকরির পরীক্ষা মানেই কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। মানুষ বাধ্য হয়ে আদালতে গিয়েছেন। আশা করব, তাড়াতাড়ি তদন্ত হবে। মানুষ ন্যায়বিচার পাবেন।”

বলা বাহুল্য, এসএসসি দুর্নীতির ঘটনায় কার্যত রাজ্য সরকারকে চেপে ধরেছে বিরোধীরা। যারা প্রকৃত দোষী, তাদের বিরুদ্ধে শাস্তির দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। আর এই পরিস্থিতিতে দ্রুত তদন্ত করে ন্যায়বিচার দেওয়ার কথা জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!