এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বাজি একটা শিল্প” রাজ্যে ঘটে চলা বিস্ফোরণ নিয়ে একি বললেন কুনাল!

“বাজি একটা শিল্প” রাজ্যে ঘটে চলা বিস্ফোরণ নিয়ে একি বললেন কুনাল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে একের পর এক ঘটে চলা বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে প্রশ্নের শেষ নেই। রীতিমতো এই বিস্ফোরণকে পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসের পরিস্থিতি বলে কটাক্ষ করছে বিরোধীরা। তৃণমূলের পক্ষ থেকেও আসছে নানা প্রতিক্রিয়া। আর এই পরিস্থিতিতে এবার বাজিকে শিল্প বলে অভিহিত করে অন্য যুক্তি স্থাপন করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তার যুক্তি, গরমে অনেকক্ষণ এক জায়গায় এই বাজির মসলা রাখলে তার ক্রিয়াগুলো কাজ করতে শুরু করে। আর সেই কারণে বিপত্তি হয়।

 

প্রসঙ্গত, এগরা, বজবজের পর মালদহের ইংলিশবাজারেও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আর সেই ব্যাপারে এদিন প্রশ্ন করা হয় তৃণমূল নেতা কুনাল ঘোষকে। যে প্রশ্নের উত্তরে কুনালবাবু বলেন, “কিভাবে ঘটছে, তার তদন্ত হওয়া দরকার। কিন্তু বাজি অনেকক্ষণ রোদে রাখলে তা নির্দিষ্ট সময় পর তুলে নিতে হয়। কিন্তু যখন তা রেখে দেওয়া হয়, তখন তার রাসায়নিক মসলাগুলো কাজ করতে শুরু করে। যার কারণে বিপত্তি হতে পারে। আর বাজি তো আমাদের রান্নাঘরে তৈরি হয় না, তা তো বাজি কারখানাতেই তৈরি হয়। তখন তো কেউ এই ধরনের প্রশ্ন তোলেন না।”

বলা বাহুল্য, সম্প্রতি এই বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে গরমের কারণকে দায়ী করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর এবার বাজিকে শিল্প বলে অন্য যুক্তি স্থাপন করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। যাকে কেন্দ্র করে রীতিমত চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!