এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাম নেতার খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বাম নেতার খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য, অভিযোগের তীর তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য জুড়ে শুরু হয়েছে একটা পর একটা চাঞ্চল্যকর ঘটনা। আর যা ঘিরে শুরু হয়েছে ব্যাপকভাবে রাজনৈতিক চাপানউতোর। এবার উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকায় সিপিএম নেতার মৃতদেহ উদ্ধারে লাগলো রাজনৈতিক রঙ। অভিযোগ উঠেছে শাসকদলের দিকেই। খুব স্বাভাবিকভাবেই শাসকদল তৃণমূল এই খুনের অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সূত্রের খবর, সিপিএমের উত্তর দিনাজপুরের ডালখোলা এরিয়া কমিটির গোয়ালতোড় শাখা কমিটির সম্পাদক রফিক আলম। তাঁকে রবিবার রাত্রে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

এরপর তিনি আর বাড়ি ফেরেননি, নিখোঁজ থাকেন রাতভর। সোমবার সকালে রানীগঞ্জ এলাকার ডালখোলা থানার রানীগঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখা যায় রফিক আলমকে মৃত অবস্থায়। খবর জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা প্রসঙ্গে সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল অভিযোগের আঙুল তুলেছেন শাসকদল তৃণমূলের দিকে। তাঁর দাবি, এই কান্ড ঘটিয়েছে শুধুমাত্র তৃণমূলের দুষ্কৃতীরা। এবং অবিলম্বে তাঁদের গ্রেফতার করতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার করণদীঘির তৃণমূল বিধায়ক মনোদেব সিনহা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই। পুলিশ তদন্ত করলে আসল ঘটনা সামনে আসবে। অন্যদিকে রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুনিদের খোঁজে শুরু হয়েছে এলাকাজুড়ে তল্লাশি।

খুব স্বাভাবিকভাবেই এলাকার জনপ্রিয় নেতা ছিলেন যেহেতু রফিক, তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বাম তৃণমূল চাপানউতোর চরমে উঠেছে। এলাকাজুড়ে পুলিশি টহল জারি আছে। পুলিশ অবশ্য আশ্বাস দিয়েছে, খুব শীঘ্রই খুনি ধরা পড়বে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, একুশের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা বাম শিবিরের আন্দোলনকে আরও কেন্দ্রীভূত করবে। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!