এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের বিরুদ্ধে আবার এক বিস্ফোরক অভিযোগ বাম শিবিরের

নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের বিরুদ্ধে আবার এক বিস্ফোরক অভিযোগ বাম শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বৃহস্পতিবার বাম ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযান করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। শিক্ষা, চাকরি সহ একাধিক দাবিতে এই নবান্ন অভিযান চলে। বামেদের নবান্ন অভিযানকে স্তব্ধ করে দিতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। আজ যুব বাম কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এই অবহে, সম্প্রতি জানা গেল যে, নবান্ন অভিযানের পর থেকে অপর এক বাম কর্মী নিখোঁজ হয়ে গেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ উঠেছে যে, নবান্ন অভিযানের দিন থেকে পাঁশকুড়ার বাসিন্দা দীপক কুমার পাঁজার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। একেবারে তিনি বেপাত্তা। তাঁর পরিবারের পক্ষ থেকে এমন এক গুরুতর অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে কলকাতার নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্তও শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে।

আজ যুব বাম কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় তীব্র শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতি। দীপক কুমার পাঁজার সঙ্গেও এমন কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাম কর্মীরা। জানা গেছে, নবান্ন অভিযান এর দিন প্রায় ৫০০ বাম কর্মী সমর্থককে আহত করেছিল পুলিশ। এই পরিস্থিতিতে তাঁকে দ্রুত খুঁজে বের করার দাবি জানালেন বাম কর্মীরা। তাঁরা আশঙ্কা করছেন যে, তাঁর অবস্থাও মইদুল ইসলামের মতো হয়ে থাকতে পারে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!