এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বামেদের ব্রিগেড সমাবেশে দেখা মিলল মহাদেবের, হতচকিত বিশেষজ্ঞরা!

বামেদের ব্রিগেড সমাবেশে দেখা মিলল মহাদেবের, হতচকিত বিশেষজ্ঞরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের দামামা বেজে যাওয়ার পর থেকেই রীতিমতো উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্য রাজনীতি। শাসক-বিরোধী সংঘর্ষ এখন রীতিমত স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে মুশকিল হাসান হিসেবে কি ভোটের গরম এই বাংলায় দেখা দিলেন মহাদেব? অনেকেই হয়তো অবাক হচ্ছেন, মর্তে আবার মহাদেব আসবেন কি করে? কিন্তু বামেদের ব্রিগেড সমাবেশে মহাদেবের বেশ ধারণ করে এমনই একজনকে উপস্থিত থাকতে দেখা গেল।

বলা বাহুল্য, বর্তমানে বাংলার রাজনীতি মেরুকরণের উপর দাঁড়িয়ে আছে বলে দাবি করেন একাংশ। এক্ষেত্রে রামের নাম নিয়ে বিজেপি হিন্দু ভোটকে নিজেদের দিকে আনার চেষ্টা করছে বলে অভিযোগ অনেকের। আর এই পরিস্থিতিতে রীতিমত মহাদেব সেজে বাংলার মানুষের কাছে বামেদের এক সমর্থক মন জয় করার চেষ্টা করলেন বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

এদিন তিনি বলেন, “শ্রীরাম কখনও রাজনীতি করেননি। তার একটাই ধর্ম ছিল মানবধর্ম। অথচ সেই রামকে নিয়ে রাজনীতি করছে গেরুয়া শিবির।” অর্থাৎ ব্রিগেড উপলক্ষে মহাদেবের বেশ ধারণ করে বামেদের এই কর্মী রীতিমতো বিজেপির পালের হাওয়া কেড়ে নিতে চাইলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনে বামেদের ভোট বিজেপিতে যাওয়ার কারণেই বিজেপির অনেকটা সমর্থন বেড়ে গিয়েছিল রাজ্যে। এক্ষেত্রে 18 টি আসন দখল করে নিয়েছিল গেরুয়া শিবির। ধীরে ধীরে মুছে গিয়েছিল বামফ্রন্ট। সামনে বিধানসভা নির্বাচন। তার আগে এর মধ্যে দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে বাম, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর দল।

আর এই পরিস্থিতিতে এবার যাতে গত লোকসভা নির্বাচনের মতো পুনরাবৃত্তি না হয়, তার জন্য রীতিমত মরিয়া বাম শিবির। তাই ব্রিগেড সমাবেশ উপলক্ষে এই ধরনের উদ্যোগ নিয়ে মহাদেবের বেশ ধারণ করে বিজেপির ভোট নিজেদের দিকেই টানার চেষ্টা করলেন বামেদের এক কর্মী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!