এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলা দখল করতে এবার অমিত শাহ নিলেন বড়সড় পদক্ষেপ ,দিলীপ ঘোষের তির্যক মন্তব্য

বাংলা দখল করতে এবার অমিত শাহ নিলেন বড়সড় পদক্ষেপ ,দিলীপ ঘোষের তির্যক মন্তব্য

মাঝে মাত্র একটা বছর। তারপরই বাংলার মসনদ দখলের হাইভোল্টেজ লড়াই শুরু হয়ে যাবে 2021 সালে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের রণদামামা ইতিমধ্যে বেজে উঠেছে। বিজেপির একনিষ্ঠ বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিরোধী শিবিরের সভাপতি অমিত শাহও জোরকদমে ভোটের ময়দানে নামতে চলেছেন বলে খবর। নির্বাচনী রণনীতি তৈরি করতে কোথাও যাতে কোনো খামতি না থাকে এবং যেখানে সেখানে ভাষা যাতে কোনো অন্তরায় না হয়, সেই কারণে এখন বাংলা ভাষা শিখছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

2024 এর লোকসভা নির্বাচনের আগে 2021 এর বাংলা জয়কেই আপাতত পাখির চোখ করেছেন বর্তমান সময়ে ভারতীয় রাজনীতির চাণক্য বলে পরিচিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর সেই কারণেই এবার বাংলায় বিজেপি ঠিকভাবে কাজ করছে কিনা, তা সবিস্তারে বুঝতে বাংলা ভাষা নিয়ে চর্চা শুরু করেছেন তিনি। অন্যদিকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর দরকার নেই বলেই জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, অমিত শাহের অনেক সময় মনে হয়েছে ভাষাগত সমস্যার কারণে তিনি রাজ্য কমিটি কি কাজ করছে তা সম্পর্কে পরিষ্কার চিত্র পাচ্ছেননা। সে কারণেই তিনি এবার নিজে বাংলা ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করছেন অন্য কারোর ওপর ভরসা না করে নিজেই সরাসরি জেনে বুঝে নেবেন সম্পূর্ণ ব্যাপারটি।

প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী বাংলায় সংবাদমাধ্যমে বিজেপি সম্পর্কে যা কিছু খবর প্রকাশিত হয়, রাজ্য কমিটি কি কাজ করছে, কে ভাষণ দিচ্ছে, কি ভাষণ দিচ্ছে সবই তাঁর কাছে পৌঁছায়, কিন্তু সবটাই তাকে অনুবাদ করে নিতে হয়। এবার অমিত সেই অনুবাদ ব্যাপারটিকে সম্পূর্ণ দূর করে নিজে বাংলা শিখে পুরো ব্যাপারটি হাতে-কলমে জানতে চাইছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। হাতে মাত্র আর দেড় বছর। বিজেপির লক্ষ্য এবার 2021 এর নির্বাচনে 200 আসন দখল করা। আর সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে বিভিন্ন রণকৌশল ঠিক করতে হচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে। এর সাথে রাজ্য বিজেপি কমিটিতে বেশকিছু রদবদল হবার কথাও উঠে এসেছে। তাই এবার অমিত শাহের বাংলা শেখা রাজনৈতিক আঙিনায় বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

এদিকে সর্বভারতীয় বিজেপি সভাপতি বাংলা শেখার খবরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, “ওনার নামটাই তো অমিত। বাংলা নাম। উনি বাংলা শিখছেন শুনলাম! তবে ওনার বাংলা শেখার দরকার নেই। বাংলার লোক ভালো হিন্দি বোঝে। আর উনি তো ভালো হিন্দি বলেন। তবে এখান থেকে যারা বাঙালি এমপি গিয়েছেন, তাদের একটু হিন্দি শেখার দরকার আছে!”

উল্লেখ্য, বিজেপি নেতৃত্বকে বারংবার বাংলা ভাষা নিয়ে তৃণমূলের তোপের মুখে পড়তে হয়েছে। সাথে বহিরাগত তকমাও জুটেছে। তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন ‘বাংলা ভাষা শিখে তারপর বাংলা জয়ের স্বপ্ন দেখুন’। এই পরিস্থিতিতে অমিত শাহ তাঁর সিদ্ধান্ত বাংলা ভাষা শিখে নিজের দলকে ও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও আগাম যুদ্ধের সম্পর্কে কিছুটা আঁচ দিতে চাইলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ভারতীয় রাজনীতির চাণক্য অমিত শাহ একটু চাপে রয়েছেন। একের পর এক রাজ্যে বিজেপির পতনের জেরে এই চাপ বলে মনে করা হচ্ছে। আর সেই চাপ কাটাতে এবার গেরুয়া শিবিরের লক্ষ্য 2021 সালের বাংলা জয়। সেই লক্ষ্যে কোমর বেঁধে মাঠে নেমেছেন রাজনীতির গেরুয়াধারীরা। গেরুয়াধারী কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বহিরাগত তকমা ঘোচাতে এবং বাঙালির ভাবাবেগকে কিছুটা আপন করে নিতেই বাংলা ভাষাকে সঙ্গী করে তৃণমূল শাসনের অবসান ঘটাতে চাইছে। আপাতত সমগ্র পরিস্থিতি নজর রেখেছে রাজনৈতিক বিশেষজ্ঞগণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!