এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলা দখলের পর বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পাবেন বাংলার মানুষ? ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ

বাংলা দখলের পর বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পাবেন বাংলার মানুষ? ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর মুখ না থাকা 2021 এর বাংলার বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের কাছে সবথেকে বড় সমস্যা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রীর মুখ না থাকায় সেদিক থেকে কিন্তু লড়াইয়ে বিজেপি তৃণমূলের থেকে অন্তত কয়েক গুণ পিছিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এর মূল কারণ, তৃণমূলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন হেভিওয়েট নেত্রী মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে পরিচিত সব জায়গায়। তবে বাংলা বিজেপি দখল করতে পারলে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে কিছুটা রহস্যের উদ্রেক করলেন আজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

প্রচারে বেরিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, এরকম কোনো নিয়ম নেই যারা নির্বাচনী লড়াই করছেন, তাঁদের মধ্যে থেকে কেউ মুখ্যমন্ত্রী হবেন। বাইরের কেউও মুখ্যমন্ত্রী অবশ্যই হতে পারেন। এবং দিলীপ ঘোষ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, এ রাজ্যে শেষ পর্যন্ত ভোটে বিজেপিই টিকে থাকবে অর্থাৎ বাংলা দখল করবে বিজেপি। সম্প্রতি ভোট প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এরকমই ধাঁচের মন্তব্য করে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীত্ব প্রসঙ্গে তিনিও জানিয়েছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী কোন ভূমিপুত্র হবেন। অর্থাৎ বিজেপি এলে বাংলার কেউ মসনদে বসবেন। আর অমিত শাহের বক্তব্য এবং দিলীপ ঘোষের আজকের বক্তব্য মিলিয়ে দুয়ে দুয়ে চার করার চেষ্টায় রাজনৈতিক মহলের অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গেরুয়া শিবিরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দীর্ঘদিন ধরেই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কে হবেন মুখ্যমন্ত্রী? এক্ষেত্রে বহু নাম সামনে এসেছে। এমনকি মিঠুন চক্রবর্তী, সৌরভ গাঙ্গুলীর নামও বাদ যায়নি। মূলত বিজেপির ক্ষেত্রে ময়দানে নেমে লড়াই যারা করেন, তাদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রীর মুখ বাছা হয়না। সুতরাং দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন কোন তত্ত্বের অবতারণা কিনাতাই নিয়ে প্রশ্ন উঠেছে। 2017 সালের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কোন বিধায়ককে মুখ্যমন্ত্রী না করে বরং সেসময় বিজেপির পক্ষ থেকে গোরক্ষপুরের মঠের মহন্ত যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করা হয়। একই ছবি ত্রিপুরাতেও।

সেখানেও বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী করা হয় নির্বাচনী লড়াইয়ে না থাকা সত্বেও। খুব স্বাভাবিক ভাবেই রাজ্য বিজেপির সভাপতির এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য। দিলীপ ঘোষের নেতৃত্বে লোকসভা ভোটের 42 টির মধ্যে 18 টি আসন দখল করে বিজেপি বাংলায়। সেক্ষেত্রে যদি বিধানসভার মসনদ দখল করে বিজেপি, তাহলে কি দিলীপ ঘোষকেই মুখ্যমন্ত্রী করা হতে পারে? সম্ভাবনা রয়েছে ঠিকই, তবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছেনা। কিন্তু রাজনৈতিক মহলে বিতর্ক তো থাকবেই। কিন্তু বাংলার নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ না থাকা বাংলায় কিন্তু গেরুয়া শিবিরকে কিছুটা দুর্বল করেছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!