এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘বাঘের পিঠে মমতা’ দ্বিতীয় দফা নির্বাচনের আগে তৃণমূলের নতুন ভিডিও প্রকাশ!

‘বাঘের পিঠে মমতা’ দ্বিতীয় দফা নির্বাচনের আগে তৃণমূলের নতুন ভিডিও প্রকাশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে। সামনেই দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের প্রচারমূলক ভিডিওতে দেখা গেল, সুন্দরবনের বাঘের ডাক। যেখানে বাংলার মহিলাদের রক্ষা করে বহিরাগতদের বিদায় দেওয়ার ডাক দিলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। বলা বাহুল্য, মিটিং, মিছিলের পাশাপাশি ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে এবার প্রচারে কিছুটা অভিনবত্ব আনার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস।

যার অঙ্গ হিসেবে অ্যানিমেশনের মাধ্যমে প্রচারমূলক ভিডিও তৈরি করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ঘাসফুল শিবির। আর সেই রকমই কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন, আহত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর। আর ভোটের প্রচারে সেই কথা তুলে ধরেই বাঘের পিঠে অবতীর্ণ হতে দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই রীতিমত গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে।

কিন্তু ঠিক কী রয়েছে তৃণমূলের এই প্রচার ভিডিওতে? জানা গেছে, প্রচার ভিডিওতে দেখা যাচ্ছে, সুন্দরবনের ঘন জঙ্গলে কয়েকজন মহিলাকে বেঁধে রাখা হয়েছে। যেখানে উত্তরপ্রদেশ এবং গুজরাটের কিছু লোক সেই মহিলাদের উপর অত্যাচার করছে। আর এরপরই বাংলার মহিলারা প্রার্থনা করতে শুরু করেছেন, মা বনবিবি যাতে তাদের রক্ষা করেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরেই নীল পাড় সাদা শাড়ি পড়ে এক পাহারাদার সেখানে অবতীর্ণ হয়েছেন। যার সঙ্গে রয়েছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের গর্জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে বাঘের নখের মধ্যে দিয়ে ক্ষতবিক্ষত হতে দেখা যাচ্ছে সেই বহিরাগত গুন্ডাদের। আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় অবতীর্ণ হয়ে সেই মহিলাদের উদ্ধার করছেন। অর্থাৎ ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে “বহিরাগত” বলতে বিজেপির নেতাদের বোঝানো হয়েছে তৃণমূলের এই প্রচার ভিডিওতে। যেখানে শাসকদলের পক্ষ থেকে প্রচার ভিডিওতে স্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে, বাংলা কোনভাবেই বহিরাগতরা দখল করতে পারবে না।

এক্ষেত্রে বহিরাগতরা এসে যদি বাংলা দখল করার চেষ্টা করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে অতন্দ্র প্রহরী হিসেবে থাকবেন। অর্থাৎ দলীয় জনসভা থেকে শুরু করে বিভিন্ন সভা সমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা তুলে ধরেন, তৃণমূলের প্রচার ভিডিওতে সেই কথা তুলে ধরেই বিজেপিকে কার্যত “বহিরাগত” বলে আক্রমণ করা হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বর্তমান সময়ে মিটিং, মিছিল করা যেমন বাধ্যতামূলক, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়া অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনীতির রণাঙ্গনে। তাই অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে বাংলার ছাত্র থেকে যুব সমাজের কাছে পৌঁছে যাওয়ার জন্য উন্নততর গ্রাফিক্সের মাধ্যমে এই ভিডিও করার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই দ্বিতীয় দফার নির্বাচনের আগে রীতিমত বাঘিনীর ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্বভাবতই তৃণমূলের এই উন্নততর প্রচার ভিডিও মানুষের মন কতটা জয় করতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!