এখন পড়ছেন
হোম > রাজ্য > শুভেন্দুর গড়ে উলটপুরাণ, নিবিঘ্নেই সব আসনে মনোনয়ন পত্র জমা দিলো বিজেপি

শুভেন্দুর গড়ে উলটপুরাণ, নিবিঘ্নেই সব আসনে মনোনয়ন পত্র জমা দিলো বিজেপি

সারা রাজ্যে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে যখন উত্তেজনা ছাড়াচ্ছে তখন শুভেন্দুর গড়ে এদিন নিবিঘ্নেই সব আসনে মনোনয়ন পত্র জমা দিলো বিজেপি।জানা গেছে ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের ৯১টি আসন, পঞ্চায়েত সমিতির ২০টি আসন ও জেলা পরিষদের ২টি আসনেই প্রার্থী দিয়েছে । আর এই নন্দীগ্রামে এইভাবে বিনা বাধায় মনোনয়ন জমা দিতে পারে খুশি বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই নিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপির পর্যবেক্ষক তাপস মাইতির বক্তব্য, ”আমরা খুব সকাল থেকেই বিডিও অফিসে পৌঁছে যাই একে একে। প্রায় ২০০০ কর্মী সমর্থকও চলে আসেন সেখানে।” প্রসঙ্গত তবে নন্দীগ্রাম জমি আন্দোলনের মূল কেন্দ্র ১ নম্বর ব্লকে বিজেপি- কে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে । সেই নিয়ে এক বিজেপি নেতা বলেন ”ওখানে আমাদের দল অতটা শক্তিশালী নয়। এলাকার বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের আটকানো হয়েছে। মারধর করা হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!