এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির গড়ে ঘাসফুলের ঝড় ফিরিয়ে আনতে এবার প্রভাবশালী এই নেতাকে বড়সড় দায়িত্ব দিল তৃণমূল

বিজেপির গড়ে ঘাসফুলের ঝড় ফিরিয়ে আনতে এবার প্রভাবশালী এই নেতাকে বড়সড় দায়িত্ব দিল তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। চলতি বছরের শেষদিকে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। প্রসঙ্গত ফালাকাটা বিধানসভা কেন্দ্র আলিপুরদুয়ার জেলার অন্তর্গত। আলিপুরদুয়ার জেলায় সম্পত্তি লোকসভা ভোটে গেরুয়া শিবিরের কাছে সম্পূর্ণভাবে পর্যুদস্ত হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ফালাকাটা বিধানসভা নির্বাচনে তাই জয়লাভ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিশেষভাবে সচেষ্ট হয়েছেন। এই উপনির্বাচনে বিশেষ দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী বনমন্ত্রীকে ফালাকাটা অঞ্চলের বিশেষ পর্যবেক্ষক রূপে নিযুক্ত করেছেন।

অন্যদিকে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতটি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হস্তগত হয়েছিল, কিন্তু এরপর বেশ কিছু বিজেপি সদস্য দলবদল করে শাসকদলে আসায় পঞ্চায়েতটি পুনরায় তৃণমূলের হাতে এসেছে। কিন্তু এই অঞ্চলে বিজেপি নেতৃত্ব যথেষ্ট শক্তিশালী, তার উপরে গত লোকসভা এই পঞ্চায়েত অঞ্চলে শাসকদলকে অনেকটা পেছনে ফেলে লিড নিয়েছিল বিজেপি। তাই এবারে সমস্ত বিষয় চিন্তা করেই বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতএর সমস্ত রকম সাংগঠনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব দিলেন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মনোরঞ্জন দে কে। প্রসঙ্গত, তৃণমূল নেতা মনোরঞ্জন দে একাধারে আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও সেইসঙ্গে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত ২০১৯ এর লোকসভা ভোটে ফালাকাটা বিধানসভা কেন্দ্রে অনেকটাই পিছিয়ে পড়েছিল শাসকদল। ফালাকাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২০ টি পঞ্চায়েতের মধ্যে ১৯ টিতেই বিজেপির কাছে যথেষ্টভাবে পিছিয়ে পড়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস।
গত লোকসভা ভোটে আলিপুরদুয়ার ও ফালাকাটা ব্লকের তৃণমূলের এই খারাপ ফলের জন্য বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এই দুই ব্লকের তৃণমূল নেতৃত্বের উপযুক্ত সমন্বয়ের অভাবকে ও তাঁদের অনৈক্যকে চিহ্নিত করেছেন। উপনির্বাচনের প্রাক্কালে এই দুই ব্লকের তৃণমূল নেতাদের মধ্যে যথেষ্টভাবে সমন্বয়ের অভাব আছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সেইসঙ্গে কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল দলের সাংগঠনিক দুর্বলতার বিষয়টিও তাঁর নজর এড়ায়নি।

প্রসঙ্গত গতকাল শনিবার ফালাকাটা ব্লকের অন্তর্গত মেজবিল স্কুল প্রাঙ্গনে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় শাসক দলের বিভিন্ন বুথভিত্তিক কর্মী সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিলেন। সে প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, তৃণমূল দলের ফালাকাটা ব্লক সভাপতি সন্তোষ বর্মন পূর্ব কাঠালবাড়ি পঞ্চায়েত অঞ্চলের শাসক দলের অন্দরের সাংগঠনিক কাজ কর্মের বিষয়ে তেমন কোন মনোযোগই দেননি। আর এই কারণেই বনমন্ত্রী ফালাকাটা ব্লক সভাপতি সন্তোষ বর্মন এর পরিবর্তে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দেকে পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতএর শাসকদলের সমস্ত রকম সাংগঠনিক কাজকর্ম দেখভালের নির্দেশ দিলেন।

এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত যেভাবে হোক শাসক দলকে এগিয়ে থাকতেই হবে। গতকাল এই বৈঠক মঞ্চে ফালাকাটা ব্লক সভাপতি সন্তোষ সন্তোষ বর্মন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স্থলেই ব্লক সভাপতিকে নিষ্ক্রিয়তার অভিযোগে বনমন্ত্রী অভিযুক্ত করে তিনি বিশেষ অস্বস্তিতে পড়ে যান।

কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে লাভের পর আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে জানিয়েছেন যে, তিনি আলিপুরদুয়ার ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেও গত শনিবার ফালাকাটার মেজবিল স্কুল প্রাঙ্গণে বনমন্ত্রীর এই বৈঠকের কথা ফালাকাটা ব্লক নেতৃত্বের তরফ থেকে তাঁকে আদৌ জানায়নি।

ফালাকাটা ব্লক সভাপতি সন্তোষ সন্তোষ বর্মন এর প্রতি বনমন্ত্রীর এই তিরস্কার ও সেইসঙ্গে মনোরঞ্জন দের দিক থেকে আসা এমন অভিযোগের ব্যাপারে বিশদ জানতে তাকে বহুবার ফোন করা হয়েছিল কিন্তু সম্পূর্ণ নিরুত্তর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!