এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলা নয়, এই রাজ্যের জন্য বড় ঘোষণা করবেন অভিষেক! তুঙ্গে জল্পনা!

বাংলা নয়, এই রাজ্যের জন্য বড় ঘোষণা করবেন অভিষেক! তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এখন একের পর এক রাজ্যে নজর দিতে শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সবথেকে বেশি তাদের টার্গেট, ত্রিপুরা এবং গোয়ার দিকে। এই দুই রাজ্যের সংগঠনকে বিস্তার করতে এবং সেখানে আগামীদিনের সরকার গঠন করতে রীতিমতো মরিয়া তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সামনেই গোয়ার বিধানসভা নির্বাচন। তাই তার আগে এবার সেখানে গিয়ে বড় কোনো প্রতিশ্রুতি দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই বিষয়টিকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, আগামী 9 তারিখ গোয়ায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। পাশাপাশি তিনি বড় কোনো ঘোষণা করতে পারেন সৈকত নগরীতে। বিশেষজ্ঞরা বলছেন, সামনেই যেহেতু গোয়ার বিধানসভা নির্বাচন, তাই সেখানকার মানুষের মন পেতে ভোটে জিতে তৃনমুল কি কাজকর্ম করবে, সেই ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই বাংলার কায়দায় ক্ষমতায় আসলে গোয়াতে “গৃহলক্ষী” প্রকল্প চালু করে প্রতিটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 5000 টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। যাকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার গোয়া সফরে গিয়ে নতুন করে কোনো চমকপ্রদক ঘোষণা করেন কিনা, সেদিকে অবশ্যই লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!