এখন পড়ছেন
হোম > রাজ্য > বাংলার ট্যাবলো বাদ, আজ কি রায় দেবে হাইকোর্টে? তুঙ্গে জল্পনা !

বাংলার ট্যাবলো বাদ, আজ কি রায় দেবে হাইকোর্টে? তুঙ্গে জল্পনা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই প্রজাতন্ত্র দিবস। তার আগে কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্বৈরথ ক্রমশ বাড়তে শুরু করেছে। বাংলার পক্ষ থেকে প্রতিবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির মাটিতে ট্যাবলো প্রদর্শন করা হয়। কিন্তু এবার সেই ট্যাবলো বাতিল করা হয়েছে। যার ফলে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে আপত্তি। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যের ট্যাবলো কেন বাদ দেওয়া হল, সেই ব্যাপারে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা। আজ সেই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই এই শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ কলকাতা হাইকোর্টে বাংলার ট্যাবলো বাদ দেওয়া নিয়ে একটি মামলার পরিপ্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হবে। মূলত, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো তৈরি করা হয়েছিল। কিন্তু সেই ট্যাবলো বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার। যার জেরে কেন্দ্র বনাম রাজ্যের সঙ্ঘাত তৈরি হয়। দায়ের হয় মামলা। স্বাভাবিকভাবেই প্রজাতন্ত্র দিবসের দুইদিন আগে এই ব্যাপারে হাইকোর্টের নির্দেশ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। শুনানিতে হাইকোর্ট যদি রাজ্যের পক্ষে রায় দেয়, তাহলে কেন্দ্র যথেষ্ট চাপে পড়ে যেতে পারে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!