এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় করোনা পরিস্থিতি ভয়ানক? মমতার চিন্তা বাড়িয়ে রাজ্যে আবারো কেন্দ্রীয় প্রতিনিধি দল?

বাংলায় করোনা পরিস্থিতি ভয়ানক? মমতার চিন্তা বাড়িয়ে রাজ্যে আবারো কেন্দ্রীয় প্রতিনিধি দল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বর্তমানে দেশজুড়ে চলছে নিউ নর্মাল পরিস্থিতি। যদিও এই পরিস্থিতিতে দেশের করোনা সংক্রমনের গ্রাফ কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়াচ্ছে চিকিৎসক ও বিশেষজ্ঞ মহলে। বিভিন্ন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি নতুন করে চিন্তা বাড়াচ্ছে রাজ্য প্রশাসনের। রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে সংক্রামিতর সংখ্যা। পাশাপাশি কমছে করোনা থেকে সেরে ওঠার হার। আর তাই এবার যেসব রাজ্যে করোনা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে আশঙ্কাজনক, সেইসব রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আবারও আসতে চলেছে। যথারীতি করোনার সংক্রমণ যেসব রাজ্যে বেড়ে চলেছে প্রবল গতিতে, তাদের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম।

যত দিন যাচ্ছে, বাংলার করোনা পরিস্থিতি কিন্তু ভয়ানক হয়ে চলেছে। বিশেষজ্ঞরা মনে করেছিলেন, শীতের পূর্বে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হবে। কিন্তু বেশ কয়েকটি রাজ্য কিন্তু এখনো যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আর তাই এবার কেন্দ্রীয় সরকার এরকম পাঁচটি রাজ্যকে চিহ্নিত করে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এই পাঁচটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। গত 24 ঘন্টায় যেভাবে করোনার সংক্রমণ বেড়ে গিয়েছে রাজ্যে, তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। গত কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণ বেড়ে চলার পাশাপাশি রাজ্যে কমছে করোনা জয়ীর সংখ্যা, যা রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়ে চলেছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধিদল এবার রাজ্য পরিদর্শনে আসতে চলেছেন বলে শোনা যাচ্ছে। তবে কবে তাঁরা আসবেন, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কেন্দ্রীয় প্রতিনিধি দল করোনা পরিস্থিতি দেখার জন্য এর আগেও বিভিন্ন রাজ্যে পরিদর্শনে গিয়েছিলেন। তাঁরা বেশ কয়েকবার এই রাজ্যেও এসেছিলেন। প্রথমদিকে রাজ্যের করোনা মোকাবিলার পদ্ধতি নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদল ক্ষোভ প্রকাশ করলেও পরবর্তী সময়ে তাঁরা বেলেঘাটা আইডি হাসপাতালের পরিকাঠামো এবং চিকিৎসা পদ্ধতি দেখে রীতিমতো লেটার নম্বর দিয়ে পাস করায় রাজ্যকে। এবার আরও একবার রাজ্যে পা দিতে চলেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চারটি প্রতিনিধিদল আপাতত যাচ্ছেন হরিয়ানা, রাজস্থান, গুজরাট এবং মণিপুর। এছাড়াও পশ্চিমবঙ্গে একটি দল আসছে। বাংলা ছাড়াও দিল্লি, মহারাষ্ট্র এবং কেরলেও বর্তমানে আবার করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। সম্প্রতি মহারাষ্ট্রে করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। আপাতত 31 শে ডিসেম্বর পর্যন্ত মহারাষ্ট্রে সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দিল্লিতেও করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে বিপদ বাড়িয়ে। তাই কেন্দ্রীয় প্রতিনিধিরা দিল্লির উপরও নজর রাখছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে এই দুই রাজ্যে, তাতে হয়তো বেশ কিছুদিনের জন্য দিল্লি মুম্বাই ট্রেন চলাচল বন্ধ হতে পারে।

যদিও এখনো পর্যন্ত এ ব্যাপারে মহারাষ্ট্র সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞদের মতে, বাংলায় করোনা সংক্রমনের হার বেড়ে যাওয়ায় অবশ্যই চিন্তার ভাঁজ পড়েছে মুখ্যমন্ত্রীর কপালে। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার তোড়জোড় চলছে যথাক্রমে। বিধিনিষেধ না মেনেই সভা-সমিতি করা হচ্ছে। সেখানে লোকজনের সমাবেশও হচ্ছে মাত্রাতিরিক্ত। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেই দাবি চিকিৎসকদের। এই অবস্থায় কেন্দ্রীয় প্রতিনিধি দল এবার রাজ্যে আসলে রাজ্য লেটারমার্কস নিয়ে পাস করবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!