এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাঁকুড়ার গেরুয়া মাটি আবার সবুজ করতে আসরে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা, বাড়ছে জল্পনা!

বাঁকুড়ার গেরুয়া মাটি আবার সবুজ করতে আসরে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা, বাড়ছে জল্পনা!


একসময় গোটা বাঁকুড়া জেলা সবুজে সবুজ ছিল। কিন্তু গত লোকসভা নির্বাচনে সেই বাঁকুড়া জেলায় বিজেপির দাপট প্রত্যক্ষ করা যায়। আর তারপর থেকেই বাঁকুড়ার রুক্ষ মাটিতে ঘাসফুল ফোটাতে উদ্যোগী হয় তৃণমূল কংগ্রেস। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে দিয়ে সংগঠনকে শক্তিশালী করে এখানে তৃণমূলের পথ চলা শুরু হয়। বর্তমানে করোনা ভাইরাসের কারণে গোটা দেশ তথা রাজ্যে সংকটময় চলছে। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে সমস্ত রাজনৈতিক দল তৎপর হয়ে উঠেছে। লকডাউনে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা এখন আসতে শুরু করেছেন নিজের জেলায়।

জানা গেছে, ইতিমধ্যেই বাঁকুড়া জেলায় প্রচুর শ্রমিক পৌঁছে গিয়েছেন। তবে ভিন রাজ্যে থাকে আসা সেই সমস্ত শ্রমিকরা যাতে কাজ না পেয়ে অসহায় না হয়ে পড়েন, তার জন্য এবার পদক্ষেপ নিল বাঁকুড়া জেলা প্রশাসন। সূত্রের খবর, মঙ্গলবার থেকে বাঁকুড়া জেলার 190 টি গ্রাম পঞ্চায়েত এলাকাতে নতুন করে 200 টি পরিবারকে কাজ দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন জেলার বিভিন্ন ব্লকে মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবে জেলা প্রশাসন।

সেখানে উপস্থিত থাকবেন পঞ্চায়েত এবং উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল, জেলা পরিষদের মেন্টর অরুপ চক্রবর্তী, সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। বিশেষজ্ঞরা বলছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কেননা ভিন রাজ্য থেকে বাঁকুড়া জেলায় আসা শ্রমিকদের 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজ দিয়ে জেলা প্রশাসন যেমন শ্রমিকদের পাশে থাকার বার্তা দিচ্ছে, ঠিক তেমনই তৃণমূলের জনপ্রতিনিধিরা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে, তারা মানবদরদী কাজে ব্রতী রয়েছেন। আর এই গোটা ঘটনা এখন তীব্র জল্পনার সৃষ্টি করেছে গোটা জেলা জুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, “লকডাউনের কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তা ছাড়া কাজ হারিয়ে ভিন রাজ্য থেকেও বহু মানুষ বাড়ি ফিরছেন। তাই এই সময় মানুষের কাজের বন্দোবস্ত করতে মঙ্গলবার থেকে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নতুন করে 200 টি পরিবারকে কাজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য ইতিমধ্যেই পঞ্চায়েতগুলো তাদের প্রস্তাব পাঠিয়ে প্রশাসনের কাছ থেকে অনুমতিও নিয়েছে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা নির্বাচনের সময় বাঁকুড়া জেলায় তৃণমূলের ফলাফল খুব একটা ভালো না হওয়ায় এখন তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনকে টার্গেট করে উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের মন জয়ের চেষ্টা করছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলেও, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, এসব করে লাভের লাভ কিছুই হবে না। মানুষ তৃণমূলের ভাওতাবাজি ধরে ফেলেছে। সব মিলিয়ে এবার শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়ে জেলা প্রশাসন ও তৃণমূলের জনপ্রতিনিধিদের এই উদ্যোগ কতটা সাফল্য পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!