এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “পরিযায়ী শ্রমিকরাই মুখমন্ত্রীকে পরিযায়ী করে দেবে। ” বিস্ফোরক বিজেপি নেত্রী

“পরিযায়ী শ্রমিকরাই মুখমন্ত্রীকে পরিযায়ী করে দেবে। ” বিস্ফোরক বিজেপি নেত্রী


ক্ষমতায় আসার আগে বলেছিলেন ছয় মাসে শিল্প গড়বেন রাজ্যে। কিন্তু নয় বছরেও একটিও ছোট শিল্প গড়েও তুলতে পারেন নি বর্তমান শাসক দল, এদিন এমনই মন্তব্য করলেন প্রাক্তন আই পি এস ভারতী ঘোষ। সূত্র মারফত জানা যায় এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে সরাসরি তোপ দেগে বলেন, ফুর্তি করার জন্য ক্লাবগুলোকে টাকা দেওয়া হয় কিন্তু পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে কোনো রকম তৎপরতা দেখাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন রাজ্যে ভোটের সময় এই পরিযায়ী শ্রমিকরাই অন্য রাজ্য থেকে এখানে এসে ভোট দেয়। আর এই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করে পশ্চিমবঙ্গে টাকা পাঠায়। অথচ পরিযায়ী শ্রমিকদের ফেরানোর কোনো পরিকাঠামোই পরিলক্ষিত হচ্ছে না, সূত্রের খবর অনুযায়ী এমনটাই মন্তব্য করেছেন ভারতী ঘোষ। এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য বলেন, আগে সিঙ্গুর থেকে টাটা দের তাড়িয়ে শিল্পে ক্ষতি ডেকে আনা হয়েছে এরপর যখন পেটের দায় শ্রমিকরা ভিন রাজ্যে কাজের সন্ধানে গেছে তখন দায়িত্ব এড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের মৌলিক অধিকার এই পরিস্থতিতে রাজ্যে ফেরা সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করেছেন ভারতী ঘোষ এমনটাই সূত্রের খবর।

সম্প্রতি কেন্দ্রের তরফে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর উদ্দেশ্যে মোট ১২০০ টি ট্রেন তৈরি করা হয়েছে বলে জানা গেছে। সারাদিনে মোট ৩০০ টি ট্রেন বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পৌঁছে দেবে। এই আবহে যেখানে উত্তরপ্রদেশ সরকার আপাতত মোট ৩৬৮ টি ট্রেনের ব্যবহার করে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়েছেন সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে বলে এদিন দাবি করেছেন ভারতী ঘোষ।

সূত্রে খবর মারফত জানা যায়, ভারতী ঘোষের মতে ভোটের সময় এই পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে ভোট ভিক্ষা চান এবং বলেন দলের প্রার্থী দেখে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দিতে। জানা গেছে এদিন ভারতী ঘোষ মমতা বন্দোপাধ্যায়কে সরাসরি তীর বিদ্ধ করে বলেন এই পরিযায়ী শ্রমিকরা ২০২১ – এর আগেই রাজ্যে ফিরবে। আর আজ তারা যে ফল ভোগ করছে তখন মুখ্যমন্ত্রীকে সেটা ফিরিয়ে দেবে বলে মন্তব্য করেন প্রাক্তন আইপিএস। ২০২১ – এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পরিযায়ী বানিয়ে রাজ্য হারা করবে এমনটাই কটাক্ষ করে বলেন ভারতী ঘোষ।

প্রসঙ্গত এদিন তিনি নয়ডা থেকে লখনৌ পর্যন্ত পায় হেঁটে আসা কিছু মালদা বাসির কথা জানান। এছাড়াও সূত্রের খবর অনুযায়ী তিনি এদিন আবারও রাজ্য সরকারের তৎপরতার প্রশ্ন তুলে ঝাড়খণ্ড – বাংলা সীমান্তে খড়গপুর – চিচিরায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের কথা মনে করিয়ে দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!