এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচারে গিয়েই বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী, গাড়ি ঘিরে সোচ্চার আমজনতা!

প্রচারে গিয়েই বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী, গাড়ি ঘিরে সোচ্চার আমজনতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পারছে, কাজের কাজ কিছুই হয়নি। উন্নয়নের নাম করে তারা যে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সেটা বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে খুব ভালো মতই উপলব্ধি করছেন তৃণমূল প্রার্থীরা। তাই আজকে উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ প্রচার করতে গিয়ে মানুষের বিক্ষোভের মুখে পড়লেন। একেবারে তার গাড়ি ঘিরে ধরে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ আমজনতা।

প্রসঙ্গত, আজ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ আমতা বিধানসভা এলাকার একটি জায়গায় প্রচারে যান। আর সেই সময় স্থানীয় গ্রামবাসীরা তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে আড়াই মাস ধরে জল সংকট থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সেই কারণেই তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। স্বাভাবিকভাবেই প্রচার করতে গিয়ে যেভাবে অস্বস্তির মুখে পড়তে হলো তৃণমূল প্রার্থীকে, তাতে এই এলাকায় তৃণমূলের ভোটবাক্সে সমর্থনের প্রবণতা নেই বললেই চলে। দিনের শেষে অন্তত তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!