এখন পড়ছেন
হোম > জাতীয় > বাড়ছে চিন্তা, তিন কোটি ভ্যাকসিন চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের!

বাড়ছে চিন্তা, তিন কোটি ভ্যাকসিন চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বর্তমানে ভারতবর্ষে আছড়ে পড়েছে। আতঙ্ক ক্রমশ বাড়ছে। লাগাতার দৈনিক আক্রান্তের রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে ভ্যাকসিনের আকাল দেখা দিয়েছে গোটা দেশজুড়ে। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বারবার কেন্দ্রকে চিঠি দিয়ে যাতে আরও বেশি করে ভ্যাকসিন দেওয়া হয়, তার জন্য আবেদন করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার ফের কেন্দ্রকে চিঠি দিয়ে ভ্যাকসিন চাইল রাজ্য সরকার।

সূত্রের খবর, ইতিমধ্যেই দেড় কোটি রাজ্যবাসীর জন্য তিন কোটি ভ্যাকসিন চেয়ে রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রকে একটি চিঠি দেওয়া হয়েছে। যেখানে সরকারি হাসপাতালের জন্য 2 কোটি ভ্যাকসিনের আবেদন করা হয়েছে। অন্যদিকে বেসরকারি হাসপাতালে জন্য এক কোটি ভ্যাকসিনের আবেদন করেছে রাজ্য সরকার।

বলা বাহুল্য, বারবার কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে ঠিকমত ভ্যাকসিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে নির্বাচনের সময় করোনা ভাইরাস রাজ্যে ক্রমাগত বাড়তে শুরু করেছে। তাই আক্রান্তের সংখ্যা কমানোর জন্য এবার তিন কোটি ভ্যাকসিন চেয়ে চিঠি দিল রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচন চলার কারণে বাংলায় আরও এই করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে। প্রতিনিয়ত দৈনিক আক্রান্তের সংখ্যা ছাপিয়ে যাচ্ছে। এখন থেকেই যদি হাল শক্ত হাতে ধরা না যায় এবং সকলকে যদি ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু না করা হয়, তাহলে পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যেতে পারে।

বারবার রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের কাছে ভ্যাকসিন দেওয়ার আবেদন করা হচ্ছে। যার কারণে আবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হল। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের কাছে ভ্যাকসিন চেয়ে এই চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে সেই আবেদনে সাড়া দেওয়া হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!