এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বেআইনী নির্মাণ নিয়ে এবার হাইকোর্টের তীব্র ক্ষোভের মুখে রাজ্য সরকার, অস্বস্তি তুঙ্গে

বেআইনী নির্মাণ নিয়ে এবার হাইকোর্টের তীব্র ক্ষোভের মুখে রাজ্য সরকার, অস্বস্তি তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহুদিন ধরেই দেখা যাচ্ছে, কলকাতা শহরের আনাচে-কানাচে গজিয়ে উঠছে বহুতল। আর এই বহুতলের ফলে  পরিবেশের স্বাভাবিক ভারসাম্য যে নষ্ট হচ্ছে তা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব পরিবেশবিদরা। কিন্তু তাতে কারও কোনও ভ্রুক্ষেপ নেই। কার্যত প্রশাসনের একাংশের প্রশ্রয়ে যে এ ধরনের কান্ড কারখানা হয়, তা বুঝতে অসুবিধা নেই কারোর। কিন্তু এবার চুপ না থেকে সোজা আদালতের দ্বারস্থ হয়েছেন বিধান নগরের দুজন বাসিন্দা। রাজ্যের উচ্চ আদালতে তাঁদের তরফ থেকে মামলা করা হয়েছে। বলা হয়েছে, রাজ্য সরকারের নগরোন্নয়ন দপ্তরের অফিসের জমিতে দেদার বেআইনি নির্মাণ চলছে।

প্রশাসনের এদিকে কোন নজর নেই বলেও উল্লেখ করা হয়েছে। আর তাই নিয়েই এবার হাইকোর্টের বিচারপতি কঠোর ভাষায় রাজ্যকে ভর্ৎসনা করল। কার্যত পরিষ্কারভাবে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এ রাজ্যে বেআইনি নির্মাণ ঠেকাতে ব্যর্থ রাজ্য সরকার। এদিন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বেআইনি নির্মাণ নিয়ে তীব্র সমালোচনা করেন রাজ্য সরকারের। অন্যদিকে মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, যেভাবে একের পর এক বহুতল উঠছে তাতে এবার এলাকায় আপৎকালীন পরিস্থিতিতে কোনো অ্যাম্বুলেন্স কিংবা কোনো দমকলের গাড়ি ঢুকতে পারবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আজকে মামলার শুনানিতে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, কার্যত রাজ্য সরকার নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ। করোনাকে অজুহাত করে আসলে রাজ্য সরকার কোন কাজ করতে ইচ্ছুক নয়। বেআইনি নির্মাণ ক্ষেতে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে, আজকে সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি। পাশাপাশি হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে, কাজ করে দেখাতে। অন্যদিকে এই মামলায় জয়েন্ট কমিশনারের প্রসঙ্গ এলে তীব্র কটাক্ষ করে হাইকোর্টের প্রধান বিচারপতি  জয়েন্ট কমিশনার আসল না নকল তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কার্যত কিছুদিন আগেই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িত দেবাঞ্জন দেব নিজেকে কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার বলে পরিচয় দিয়েছিল।

ওয়াকিবহাল মহলের প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি কি সেই ইস্যুকেই উস্কে দিতে চাইলেন? আগামী 9 আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, বেআইনি নির্মাণ নিয়ে আজকে হাইকোর্টের মন্তব্যের তীব্র অস্বস্তির মুখে দাঁড়ালো রাজ্য সরকার। এই পরিস্থিতিতে বেআইনি নির্মাণ ঠেকাতে এবার সরকারের পক্ষ থেকে আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সে দিকেই এবার থাকবে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!