এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুল, সোনিয়ার পর এবার কংগ্রেসের দায়িত্ব নিচ্ছেন কে! জেনে নিন

রাহুল, সোনিয়ার পর এবার কংগ্রেসের দায়িত্ব নিচ্ছেন কে! জেনে নিন


 

ভারতে যতগুলো সর্বভারতীয় রাজনৈতিক দল রয়েছে, তারমধ্যে প্রথম সারিতে রয়েছে জাতীয় কংগ্রেস। জন্মলগ্ন থেকেই গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের ব্যাটন যায়নি। সোনিয়া গান্ধীর পর কিছুদিনের জন্য দলের দায়িত্ব নিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু তারপর লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ব্যাপক পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। যার পরবর্তীকালে নিজের ঘাড়ে হারের সমস্ত দায় নিয়ে সর্বভারতীয় সভাপতির পদত্যাগ করেছিলেন রাহুল গান্ধী।

তখন অনেকের মনে জল্পনা সৃষ্টি হয়েছিল, এবার হয়ত কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কাউকে বসানো হবে। কিন্তু না। সেই গান্ধী পরিবার থেকেই পরবর্তীকালে ফের কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব নিতে হয়েছে সোনিয়া গান্ধীকে। তবে বর্তমানে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ সোনিয়া গান্ধী। তাই ফের কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

প্রসঙ্গত, ইতিমধ্যেই একাধিক রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। খোদ দিল্লিতে ব্যাপক পরাজয় দেখতে হয়েছে হাত শিবিরকে। যার ফলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আর এর ফলেই এখন সোনিয়া গান্ধীর বদলে গান্ধী পরিবারের বাইরে থেকে কাউকে সভাপতি করার জন্য দাবি উঠতে শুরু করেছে দলের অন্দরে। তবে কংগ্রেস দল গঠনের পর থেকে যে জিনিস হয়নি তা কি আদৌ হওয়া সম্ভব, এখন তা নিয়েই প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কংগ্রেসের একাংশের তরফে রাহুল গান্ধীকে সভাপতি করানোর দাবি জানানো হলেও, অনেকে তা মানতে চাইছেন না। তাঁরা বলছেন, সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই সেখানেও যদি কংগ্রেস ভালো ফল করতে না পারে, তাহলে দলের অস্তিত্ব সঙ্কট দেখা দেবে। তাই সেদিক থেকে রাহুল গান্ধীকে গত লোকসভা নির্বাচনের সুযোগ দিয়েও সাফল্য পায়নি দল। তাই তাকে আর সুযোগ দেওয়া উচিত নয়। বরঞ্চ নতুন কাউকে গান্ধী পরিবারের বাইরে থেকে মুখ করে এবার লড়াই করা উচিত। তবে গান্ধী পরিবারের উপর ভরসাশীল নেতারা অবশ্য এই ব্যাপারে অন্য কথা বলছেন। তাদের দাবি, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পর এবার দায়িত্ব দেওয়া হোক প্রিয়াঙ্কা গান্ধীর উপর।

এদিন এই প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ছেলে অনিল কুমার শাস্ত্রী বলেন, “কংগ্রেসের দায়িত্বভার তুলে দেওয়া হোক প্রিয়াঙ্কা গান্ধীর হাতে। কংগ্রেসের মাথায় যদি কোনো গান্ধী না থাকেন, তবে কংগ্রেস তাদের অস্তিত্ব হারাবে। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কংগ্রেস কর্মীদের জনসংযোগ ভালো। তৃণমূল স্তরের বাস্তবতার সাথে তিনি পরিচিত। ইন্দিরা গান্ধীও নিজের সময় একই কাজ করেছিলেন।”

বিশ্লেষকরা বলছেন, অনিল কুমার শাস্ত্রীর এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কেননা যে কোনো দলে যদি তরুণ প্রজন্মের মুখ এবং তা যদি মহিলা হয়, তাহলে তা নিঃসন্দেহে সকলের নজর কাড়ে। সেদিক থেকে ভারতবর্ষজুড়ে বিজেপি মোদি ম্যাজিক দিয়ে সাধারণ মানুষের মতামত তাদের দিকে নিয়ে আসলেও, কংগ্রেস বিরোধী দল হিসেবে যদি প্রিয়াঙ্কা গান্ধীকে শিখন্ডী করে লড়তে পারে, তাহলে তাদের অনেকটাই সুদিন আসবে বলে মত একাংশের। এখন দলের অন্দরে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!