বেজে গেল লোকসভার দামামা ! আজ থেকেই দু দিনের বৈঠক, তৎপরতা কমিশনে ! জাতীয় রাজনীতি রাজ্য January 11, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কবে হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন! সেই প্রশ্ন সকলের মধ্যেই রয়েছে। অনেকে বলছেন যে, বিজেপি নিজেদের সুবিধার জন্য সেই নির্বাচন এগিয়ে আনতে পারে। আবার অনেকে বলছেন, নির্দিষ্ট সময়েই হবে এই লোকসভা নির্বাচন। আর এসবের মাঝেই আজ থেকে দিল্লিতে দুই দিনের পর্যালোচনা বৈঠক বসতে চলেছে নির্বাচন কমিশনের। আর সেই বৈঠককে কেন্দ্র করেই রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে বিভিন্ন মহলে। অনেকে বলছেন, এই বৈঠকের পরেই একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে যে, কবে নাগাদ হচ্ছে লোকসভা নির্বাচন! ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে সমস্ত প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আর তার মাঝেই নির্বাচন কমিশনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সূত্রের খবর, আজ থেকে দিল্লিতে দুদিন ব্যাপী নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে প্রত্যেকটি রাজ্যের সিইওকে এই বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন রাজ্য ধরে ধরে সেখানকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। অনেকে বলছেন, যে যাই বলুন না কেন, এই পর্যালোচনা বৈঠকের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, নির্বাচন আসতে খুব একটা বেশি দেরি নেই। অর্থাৎ যে সময় লোকসভা নির্বাচন হয়, সেই একই সময়ে তা অনুষ্ঠিত হতে পারে। বলা বাহুল্য, বিজেপির পক্ষ থেকে চলতি মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হিসেবে রাম মন্দির উদ্বোধনের সূচি দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী দলগুলো দাবি করছে যে, তড়িঘড়ি নির্বাচন করিয়ে বিজেপি নিজেদের ফলাফল ভালো করতে চায়। তাই নির্বাচন এগিয়ে আনা হতে পারে। কিন্তু তেমন কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এবার নির্বাচন কমিশনে দু’দিনব্যাপী পর্যালোচনা বৈঠক দেখে মনে করা হচ্ছে যে, নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন। অর্থাৎ হাতে সময় রেখেই নির্বাচন কমিশন সমস্ত রকম ব্যবস্থাপনা করতে চাইছে। পর্যবেক্ষকদের মতে, সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ এপ্রিল মাস নাগাদ অনুষ্ঠিত হবে দেশের লোকসভা নির্বাচন। বিভিন্ন রাজ্য ধরে ধরে দফায় দফায় এই নির্বাচন ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে তার আগে সমস্ত কিছু বুঝে নিতেই কমিশনের পক্ষ থেকে এই দুদিন ব্যাপী পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে। যেখানে বিভিন্ন রাজ্য ধরে ধরে সেখানকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়েও আলোচনা হতে পারে। তবে কমিশনের এই বৈঠক জানান দিচ্ছে যে, লোকসভা নির্বাচনের দামামা বাজা শুধু সময়ের অপেক্ষা। স্বাভাবিক ভাবেই সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতি যে আরও বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দিনের শেষে শেষ পর্যন্ত কবে ঘোষণা হয় এই লোকসভা নির্বাচনের এবং কবে থেকে শুরু হয় দেশের লোকসভা নির্বাচন, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -