এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বেকারদের চোখে জল, বিমানে একি উল্লাস মমতার! কেক কেটে আহ্লাদে গদগদ মুখ্যমন্ত্রী!

বেকারদের চোখে জল, বিমানে একি উল্লাস মমতার! কেক কেটে আহ্লাদে গদগদ মুখ্যমন্ত্রী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের একাধিক আমলা এবং সাংবাদিকদের নিয়ে 12 দিনের বিদেশ সফরে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে স্পেনে যাবেন তিনি। রাজ্যে লগ্নি টানতেই নাকি তার এই সফর। তবে এখনও পর্যন্ত যতগুলো বিদেশ সফর করেছেন মুখ্যমন্ত্রী, তাতে কি লাভ হয়েছে বাংলার, তার তথ্য এখনও পর্যন্ত দিতে পারেনি রাজ্য সরকার। তবে এবার আশ্চর্যজনকভাবে এই বিদেশ সফরে শুরুতে বিমানের মধ্যেই কেক কাটতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। যাকে কারও পৌষমাস আর কারও সর্বনাশ বলে কটাক্ষ করছে বিরোধীরা।

প্রসঙ্গত, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিদেশ যাত্রার সময় বিমানে কেক কেটে সেলিব্রেট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসি হাসি মুখে তার এই কেক কাটার ছবি দেখে চর্চা শুরু হয়েছে। অনেকে বলছেন, রাজ্যবাসীকে কাঁদিয়ে বেকারদের চোখের জলে আনন্দ করছেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তাতে প্রকৃত শিক্ষিত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আন্দোলন করছেন। সেখানে গিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার মত সময় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু লগ্নি নিয়ে আনার নাম করে বিদেশে যাওয়ার সময় কেক কাটতে কাটতে আহ্লাদিত হতে দেখা গেল তাকে। ইতিমধ্যেই গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা।

তাদের দাবি, লগ্নি নিয়ে আসার নাম করে বিদেশে তো চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কত লগ্নি রাজ্যে এলো, সেই জবাব দিতে হবে তাকে। যদি তিনি তা দিতে না পারেন, তাহলে রাজ্যের মানুষের টাকা নিয়ে এই বিদেশ সফর এবং ফুর্তির মাশুল চোকাতে হবে বিনোদন প্রেমী এই সরকারকে। রাজ্যের ঘরে ঘরে বেকার, সেই সমস্যা মেটানোর মতো ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর। অথচ কোটি কোটি টাকা খরচ করে প্রকৃত সমস্যার সমাধান না করে বিদেশ যাত্রা কার্যত দুর্ভাগ্যজনক। অতীতেও অনেক বিদেশ যাত্রা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু লাভ কতটা হয়েছে, তা তো দিনের আলোর মতো পরিষ্কার। তাই এবারে কেক কাটা, সেলিব্রেশন, আনন্দ, উল্লাস তো হবে। কিন্তু কাজের কাজ হবে তো? লগ্নি আসবে তো রাজ্যে? চাকরি হবে তো বেকার যুবক যুবতীদের? প্রশ্ন তুলছে বিরোধীরা।

পর্যবেক্ষকদের মতে, রাজ্যের সাধারণ মানুষ মোটেই মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফরকে খুব একটা ভালো চোখে নিচ্ছেন না। কেননা অতীতে অনেক শিল্পপতিদের রাজ্যে আসা, আলাপ-আলোচনা দেখেছেন সাধারণ মানুষ। কিন্তু শিল্প এই রাজ্যে কোথায়? কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, মুখেই বড় বড় কথা শোনা গেছে রাজ্যের মন্ত্রীদের। কিন্তু বাস্তবে তা ফলপ্রসূ হতে দেখা যায়নি। ফলে এবারও যদি সেই একই ট্র্যাডিশন বজায় থাকে, তাহলে বিরোধীরা মুখ্যমন্ত্রীকে অন্তত ছেড়ে কথা বলবেন না। ইতিমধ্যেই সেই ব্যাপারে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে কেক কেটে যদি মুখ্যমন্ত্রী ভাবেন যে, রাজ্যের মানুষের দুঃখ ঘুচে যাবে, তিনি আনন্দে রয়েছেন, তাই বেকাররা চোখের জল ফেলা বন্ধ করে দেবে। তাহলে তিনি ভুল ভাবছেন। বিদেশে গিয়ে তিনি আনন্দে থাকতে পারেন। কিন্তু রাস্তায় দিনের পর দিন বসে যে সমস্ত বেকার যুবকরা চাকরি পাওয়ার দাবিতে আন্দোলন করছেন, তারা আগামী দিনে সুবিচার না পেলে গণতান্ত্রিক আন্দোলনের বিস্ফোরণ ঘটাতে পারেন‌। দিনের শেষে তেমনটাই দাবি সমালোচক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!