এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ঘনিয়ে আসছে বিপদ! ইডি দপ্তরে যাওয়ার আগেই বাঁচার চেষ্টায় যুবরাজ! বীরের একি অবস্থা!

ঘনিয়ে আসছে বিপদ! ইডি দপ্তরে যাওয়ার আগেই বাঁচার চেষ্টায় যুবরাজ! বীরের একি অবস্থা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তার বিরুদ্ধে দুর্নীতির একটিও যদি অভিযোগ থাকে, তাহলে নাকি তাকে ডাকতে হবে না! ফাঁসির মঞ্চে তিনি নিজেই পৌঁছে যাবেন, এমন অনেক বড় বড় কথা বলতে শোনা গিয়েছে পশ্চিমবঙ্গের যুবরাজকে। তবে তদন্তকারী সংস্থা তাকে আবার ডেকেছে। তিনি সেখানে শেষ পর্যন্ত উপস্থিত হবেন কি না, সেটাই লক্ষ্যনীয় বিষয়। আর তার ঠিক আগেই এবার যার মুখ থেকে এত বড় বড় বীরের মতো কথা শোনা যেত, সেই যুবরাজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। কারণ কি? কারণ, তাকে যেন রক্ষাকবচ দেওয়া হয়। কিন্তু যিনি নিজের ব্যাপারে এত আত্মবিশ্বাসী, যিনি দুর্নীতির ধারেকাছে নেই, তিনি আবার রক্ষাকবচ পাওয়ার জন্য এত তৎপর হয়ে উঠলেন কেন!

প্রসঙ্গত, বুধবার সকাল 11 টায় ইডির ডাকে সাড়া দিয়ে জেরার মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত সেটাই খবর পাওয়া যাচ্ছে। তবে তার আগেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আবেদন করেছেন রক্ষাকবচের। আর তা নিয়েই কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিরোধীরা। অনেকে বলছেন, বীরের একি কাণ্ড! শেষে কিনা গ্রেফতারি এড়াতে আবার রক্ষাকবচের আবেদন! সব বড়াই শেষ হয়ে গেল যুবরাজের? আসলে তিনি হয়তো নিজেও বুঝতে পেরেছেন যে, এবার তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলে তারা বড় কোনো পদক্ষেপ নিতে পারে। তাই শেষ মুহূর্তে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে বাঁচার চেষ্টা এই তৃণমূল নেতার।

বলা বাহুল্য, কিছুদিন আগেই একটি সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেই অভিষেকবাবুকে ইডির জেরা নিয়ে ক্রমশ গুঞ্জন চলছিল। সাধারণ মানুষদের পক্ষ থেকে দাবি উঠতে শুরু করেছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই ডাকাডাকির পদ্ধতি এবার বন্ধ করতে হবে। পদক্ষেপ নিতে হবে অভিযুক্তদের বিরুদ্ধে। আর এই দাবি যখন জোরালোভাবে উঠতে শুরু করেছে গোটা রাজ্যজুড়ে, ঠিক তখনই ইডির মুখোমুখি হওয়ার আগের দিন আদালতের কাছে গিয়ে রক্ষাকবচের আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অনেকে প্রশ্ন করছেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রক্ষাকবচ নেন, তাহলে তা নিয়ে এত কেন প্রশ্ন হবে? তিনি তো আইনের দ্বারস্থ হচ্ছেন। এর পেছনে তো অন্যায়ের কোনো বিষয় নেই। বিশেষজ্ঞরা বলছেন, একদমই তাই। এর পেছনে অন্যায় খোঁজার মতো কোনো কারণ নেই। তবে যিনি এত বড় বড় কথা বলেন, দুর্নীতি তার ধারে কাছে নেই বলে বারবার বোঝানোর চেষ্টা করেন, তিনি জেরার মুখোমুখি হতে এত কেন ভয় পাচ্ছেন? কেন জেরায় যাওয়ার আগে রক্ষাকবচের আশ্রয় নিয়ে যাচ্ছেন? তাহলে কি বিপদ ঘনিয়ে এসেছে, তা বুঝতে পেরেছেন বাংলার যুবরাজ? প্রশ্ন তুলছে সমালোচক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!