এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভায় অন্য রাজ্যের আসন ঘাটতি মেটাতে ভরসা বাংলা ও ওড়িশা – স্পষ্ট করে দিলেন অমিত শাহ

লোকসভায় অন্য রাজ্যের আসন ঘাটতি মেটাতে ভরসা বাংলা ও ওড়িশা – স্পষ্ট করে দিলেন অমিত শাহ


আসন্ন লোকসভা নির্বাচনের আগে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই এবার দু’দিনব্যাপী বিজেপির জাতীয় পরিষদের বৈঠক শেষে অন্যান্য রাজ্য থেকে আসা প্রতিনিধিরা চলে গেলেও বাংলার প্রতিনিধিদের থেকে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

তবে শুধু বাংলা নয়, বাংলার পাশাপাশি ওড়িশাকেও বাড়তি গুরুত্ব দিয়ে সেখানকার নেতৃত্বদেরকেও দিল্লিতে থাকার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় বিজেপির নেতারা। সূত্রের খবর, আজ দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রামলাল এবং দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বিজেপির একাধিক নেতৃত্বরা বাংলা এবং ওড়িশার বিজেপির প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকে বসবেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গোবলয়ের মতো একাধিক রাজ্যে বর্তমানে বিজেপির সমর্থন প্রায় তলানিতে ঠেকেছে। তাই এবারে অবিজেপি রাজ্যগুলিকে দখলের জন্য মরিয়া হয়ে উঠেছেন বিজেপির মোদি-শাহ জুটি। আর তার মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে মূল টার্গেট করেছে বাংলা এবং ওড়িশার মত রাজ্যগুলিকে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে বাংলায় নিজেদের সংগঠনকে মজবুত করতে ইতিমধ্যেই শাসক দলে ভাঙন ধরাতে শুরু করেছেন রাজ্য বিজেপির মুকুল রায়ের মতো নেতারা। ইতিমধ্যেই মুকুলবাবুর হাত ধরেই তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ বিজেপিতে যোগদান করেছেন। যাতে কিছুটা হলেও অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরের।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি আগামী 19 শে জানুয়ারি তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সমস্ত বিরোধী দলকে নিয়ে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভার দিনেই তৃণমূলের একাধিক নেতা সাংসদ, বিধায়কেরা বিজেপিতে যোগদান করবেন বলেও জল্পনা উসকে দিয়েছেন রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর লেনের কার্যকর্তারা। আর এরই মাঝে বাংলায় দলের সংগঠনকে আরো চাঙ্গা করতে জাতীয় পরিষদের বৈঠক শেষে বাংলার নেতাদের থেকে যাওয়ার পরামর্শ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

যা আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের গেরুয়া শিবিরের নেতাদের মনে অনেকটাই অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বাংলা ও ওড়িশার মত রাজ্যগুলিতে আরও বেশি করে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফল্য তুলে ধরার পরামর্শ দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আর তাই এবার সেই ওড়িশা এবং বাংলার মত রাজ্যগুলিকে বাড়তি নজর দিয়ে জাতীয় পরিষদের বৈঠক শেষে তাঁদের আলাদা করে নিয়ে বসতে চাইছেন বিজেপির মোদী-শাহ জুটি। সব মিলিয়ে আজ বাংলা এবং ওড়িষাকে নিয়ে বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঠিক কী বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!