কি হতে পারে বাংলার পঞ্চায়েতের ফল? কি বলছে ওপিনিয়ন পোল? বিশেষ খবর রাজ্য April 26, 2018 রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হবে তা আপাতত আটকে বিরোধীদের করা মামলায় আর নির্বাচন কমিশন-রাজ্য সরকারের বৈঠকে। এই অবস্থায় কি হতে পারে বাংলার পঞ্চায়েতের ফল নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করল এবিপি আনন্দ-সি ভোটার। প্রথম দফার মনোনয়নের সময় একটি সমীক্ষা প্রকাশ করে তারা, এবার প্রকাশ করল দ্বিতীয় দফার সমীক্ষা। পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েতের শুধুমাত্র জেলা পরিষদের আসনের উপর সেই সমীক্ষা প্রকাশিত। সেই সমীক্ষা অনুযায়ী – জেলা পরিষদে মোট আসন – ৮২৫ তৃণমূল কংগ্রেস পেতে পারে – ৫৩৮ বিজেপি পেতে পারে – ১৬৭ বামফ্রন্ট পেতে পারে – ৭৩ কংগ্রেস পেতে পারে – ৪৩ অন্যান্যরা পেতে পারে – ৪ এই সমীক্ষা সামনে আসতেই রীতিমত সরগরম রাজ্য-রাজনীতি। একদিকে যখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ১০০% আসনে জেতার, সেখানে সমীক্ষায় দেখা যাচ্ছে জেলা পরিষদে ২০১৩ সালে একটিও আসন না পাওয়া বিজেপি উল্কার গতিতে ১৬৭ টি আসন জিতে বামফ্রন্ট ও কংগ্রেসকে অনেক পিছনে ফেলে রাজ্যে প্রধান বিরোধী হিসাবে উঠে আসছে। তার থেকেও বড় কথা বামেদের আসন সংখ্যা ২০১৩ এর তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে আসছে, আর কংগ্রেসের আসন অর্ধেক হয়ে অবস্থা আরো সঙ্গীন। প্রাপ্ত ভোট শতাংশের হিসাবেও থাকছে চমক। ওই সমীক্ষা অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনে প্রাপ্ত ভোট শতাংশের হিসেবে হতে পারে – তৃণমূল কংগ্রেস – ৩৪% বিজেপি – ২৬% বামফ্রন্ট – ১৩% কংগ্রেস – ৭% অন্যান্য – ২০% ** এই সমীক্ষা প্রিয়বন্ধু বাংলার নিজস্ব নয়, এই সমীক্ষার কোনো দায় প্রিয়বন্ধু বাংলার নেই। এই প্রবন্ধ কোনোমতেই নির্বাচনকে প্রবাবিত করার উদ্দেশ্যে প্রকাশিত নয়। আপনার মতামত জানান -