এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কি হতে পারে বাংলার পঞ্চায়েতের ফল? কি বলছে ওপিনিয়ন পোল?

কি হতে পারে বাংলার পঞ্চায়েতের ফল? কি বলছে ওপিনিয়ন পোল?


রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হবে তা আপাতত আটকে বিরোধীদের করা মামলায় আর নির্বাচন কমিশন-রাজ্য সরকারের বৈঠকে। এই অবস্থায় কি হতে পারে বাংলার পঞ্চায়েতের ফল নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করল এবিপি আনন্দ-সি ভোটার। প্রথম দফার মনোনয়নের সময় একটি সমীক্ষা প্রকাশ করে তারা, এবার প্রকাশ করল দ্বিতীয় দফার সমীক্ষা। পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েতের শুধুমাত্র জেলা পরিষদের আসনের উপর সেই সমীক্ষা প্রকাশিত। সেই সমীক্ষা অনুযায়ী –

জেলা পরিষদে মোট আসন – ৮২৫
তৃণমূল কংগ্রেস পেতে পারে – ৫৩৮
বিজেপি পেতে পারে – ১৬৭
বামফ্রন্ট পেতে পারে – ৭৩
কংগ্রেস পেতে পারে – ৪৩
অন্যান্যরা পেতে পারে – ৪

এই সমীক্ষা সামনে আসতেই রীতিমত সরগরম রাজ্য-রাজনীতি। একদিকে যখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ১০০% আসনে জেতার, সেখানে সমীক্ষায় দেখা যাচ্ছে জেলা পরিষদে ২০১৩ সালে একটিও আসন না পাওয়া বিজেপি উল্কার গতিতে ১৬৭ টি আসন জিতে বামফ্রন্ট ও কংগ্রেসকে অনেক পিছনে ফেলে রাজ্যে প্রধান বিরোধী হিসাবে উঠে আসছে। তার থেকেও বড় কথা বামেদের আসন সংখ্যা ২০১৩ এর তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে আসছে, আর কংগ্রেসের আসন অর্ধেক হয়ে অবস্থা আরো সঙ্গীন। প্রাপ্ত ভোট শতাংশের হিসাবেও থাকছে চমক। ওই সমীক্ষা অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনে প্রাপ্ত ভোট শতাংশের হিসেবে হতে পারে –

তৃণমূল কংগ্রেস – ৩৪%
বিজেপি – ২৬%
বামফ্রন্ট – ১৩%
কংগ্রেস – ৭%
অন্যান্য – ২০%

** এই সমীক্ষা প্রিয়বন্ধু বাংলার নিজস্ব নয়, এই সমীক্ষার কোনো দায় প্রিয়বন্ধু বাংলার নেই। এই প্রবন্ধ কোনোমতেই নির্বাচনকে প্রবাবিত করার উদ্দেশ্যে প্রকাশিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!