এখন পড়ছেন
হোম > জাতীয় > বেসামাল করোনা! সামাল দিতে দেশজুড়ে ২ মাসের লকডাউনের প্রস্তুতি? সামনে এল কোন বড় তথ্য?

বেসামাল করোনা! সামাল দিতে দেশজুড়ে ২ মাসের লকডাউনের প্রস্তুতি? সামনে এল কোন বড় তথ্য?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেষমেষ কি আশঙ্কাই সত্যি হতে চলেছে? আবার কি গোটা দেশ লকডাউনের সম্মুখীন হচ্ছে! ইতিমধ্যেই আইসিএমআরের প্রধানের একটি মন্তব্যকে কেন্দ্র করে এখন এই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। বলা বাহুল্য, ইতিমধ্যেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়েছে। দিনকে দিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য আংশিক লকডাউনের মত রাস্তা বেছে নিয়েছে। বেশকিছু রাজ্যে কনটেইনমেন্ট জোন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু তা সত্বেও প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর এই পরিস্থিতিতে দ্রুত লকডাউন করে স্বাভাবিক করা উচিত অবস্থাকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল, তখন খুব সহজে লকডাউন করা হলেও, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিপদজনক আকার ধারণ করেছিল। তাই এবার শেষ অস্ত্র লকডাউন বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এমত পরিস্থিতিতে করোনা ভাইরাস যখন ভয়ঙ্কর আকার নিচ্ছে, তখন লকডাউন একমাত্র উপায় বলে জানিয়ে দিলেন আইসিএমআরের প্রধান বলরাম ভার্গব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন একটি সাক্ষাৎকারে বলরাম ভার্গব বলেন, “যে এলাকায় যত মানুষের করোনা টেস্ট হচ্ছে, তাদের মধ্যে যদি 10 শতাংশের রিপোর্ট যদি পজিটিভ হয়, তাহলে সেখানে 6 থেকে 8 সপ্তাহ লকডাউন জরুরি। তবে সংক্রমনেই শৃংখল ভাঙ্গা সম্ভব হবে।” পাশাপাশি গোটা দেশের যে সমস্ত জায়গায় পরিস্থিতি সংকটজনক, সেখানে দ্রুত যাতে লকডাউন করা হয়, তার পক্ষেও সওয়াল করতে দেখা গেছে আইসিএমআরের প্রধানকে।

আর বলরামবাবুর এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে লকডাউনের আশঙ্কা তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে। তাহলে কী শেষমেষ করোনা ভাইরাস আটকানোর জন্য এবার লকডাউনের রাস্তা বেছে নিতে চলেছে কেন্দ্রীয় সরকার? বিশিষ্ট ব্যক্তির এই মন্তব্যের পর সেই জল্পনা আরও উস্কে উঠতে শুরু করল।

পর্যবেক্ষকরা বলছেন, ইতিমধ্যেই একাধিক বিশেষজ্ঞরা ভারতবর্ষকে বাঁচাতে হলে অবিলম্বে লকডাউন করা জরুরি বলে দাবি করতে শুরু করেছেন। তবে করোনা ভাইরাসের প্রথম ঢেউ যখন ভারতবর্ষের আছড় পড়েছিল, তখন এই লকডাউন অনেকের কাছেই গলার কাঁটা- হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘদিন লকডাউন হওয়ার কারণে মানুষ হয়ত করোনা ভাইরাসকে অনেকটাই দূরে ঠেলে দিয়েছিল।

কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি কার্যত সংকটের মুখে পড়ে যায়। রুজিরুটি হারিয়ে অনেক মানুষ সর্বস্বান্ত হয়ে যান। তবে দ্বিতীয় বার করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছে, তখন খুব সহজে যে লকডাউন করা হবে না, তা বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বর্তমানে পরিস্থিতি কোনোমতেই আটকানো যাচ্ছে না। তাই এই অবস্থায় লকডাউন ছাড়া যে বিকল্প নেই, তা আইসিএমআরের প্রধানের মন্তব্য থেকেও উঠে এল। সব মিলিয়ে এবার কি করোনা ভাইরাস রোধে আবার লকডাউনের পথে হাঁটে ভারতবর্ষ, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!