এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভারতের সঙ্গে ফের বন্ধুত্বের পথে হাটতে চলেছে নেপাল? নয়া পদক্ষেপ ঘিরে জল্পনা !

ভারতের সঙ্গে ফের বন্ধুত্বের পথে হাটতে চলেছে নেপাল? নয়া পদক্ষেপ ঘিরে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লাদাখ সীমান্তে চীন যখন থেকে ভারতের সঙ্গে সংঘাতে জড়ায়, তখন থেকেই ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে থাকে নেপাল। বহুকালের সম্পর্ক ছিন্ন হয় এই দুই দেশের। এবার আগামী নভেম্বর মাসে নেপালে ভারতের সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নরভানের সফরের সম্ভাবনা রয়েছে। সেনাপ্রধানের সফরের আগেই নেপালের মন্ত্রিসভার রদবদল ঘটানো হলো। মন্ত্রিসভায় রদবদল ঘটিয়ে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালের প্রতিরক্ষামন্ত্রক থেকে অপসারিত করলেন নেপালের উপপ্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেলকে। এভাবে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারতের সঙ্গে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার বার্তা দিলেন।

প্রসঙ্গত, নেপাল ও ভারতের সীমা সংঘাতকে কেন্দ্র করে নেপালের উপপ্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেলের সঙ্গে ভারতের সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নরভানের সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে পরে। ভারতের সেনা প্রধানের বিরুদ্ধে একাধিক বার বিরূপ মন্তব্য করেছেন তিনি।
সেনা প্রধানও পাল্টা বক্তব্য রেখেছেন তাঁর বিরুদ্ধে।

প্রসঙ্গত, গত মে মাসে গোর্খা ইস্যুকে কেন্দ্র করে লাদাখ সংঘাত চরমে পৌঁছালে নেপাল উত্তরাখণ্ডের লিপুলেখ, লিম্পিয়াধুরা, ও কালাপানিকে নিজের এলাকা বলে দাবি করে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সে সময় এই দাবি নিয়ে সরব হন। সেসময় ভারতের সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নরভানে কোন দেশের নাম না করেও জানিয়েছিলেন যে, অন্য কোন দেশের উস্কানিতে নেপাল বার্তা দিচ্ছে। পরোক্ষভাবে তিনি নিশানা করেছিলেন চীনকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেনাপ্রধানের এই বক্তব্যের পর নেপালের উপপ্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেল ভারতের গোর্খা সেনা জওয়ানদের প্রতি জানিয়েছিলেন যে, ভারতীয় সেনা বাহিনীর গোর্খা রেজিমেন্টের সেনারা কেউই ভারতের সেনা অফিসারদের সম্মান জানান না। এর উত্তর ভারতের সেনাপ্রধান জানান, দেশের জন্য যেভাবে বছর পর বছর ধরে শহীদ হয়েছেন গোর্খা সেনা জওয়ানরা। সেক্ষেত্রে তাদের প্রতি পোখরেলের এই মন্তব্য অপমানজনক।

এবার ভারতের সেনা প্রধানের নেপালের সফরের আগেই পোখরেলকে প্রতিরক্ষা মন্ত্রকে থেকে সরিয়ে দেওয়া হলো। সম্প্রতি তাকে নেপালের দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হলো। এই ঘটনার মাধ্যমে দিল্লির কাছে কার্যত মাথানত করল কাঠমান্ডু। প্রসঙ্গত, নেপালে ভারত বিরোধীতা ক্রমেই কোনঠাসা হয়ে পড়ছেন। এবার ঈশ্বর পোখরেলও হয়ে পড়লেন কোনঠাসা। আর এই পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে আবার বন্ধুত্বের জন্য হাত বাড়ালো নেপাল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!