এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুর নির্বাচনের পরিপ্রেক্ষিতে নতুন দাবি শুভেন্দু অধিকারীর, নিলেন বড়োসড়ো পদক্ষেপ

পুর নির্বাচনের পরিপ্রেক্ষিতে নতুন দাবি শুভেন্দু অধিকারীর, নিলেন বড়োসড়ো পদক্ষেপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভার নির্বাচন, উপনির্বাচনের পর এবার লড়াই শুরু কলকাতা ও অন্যান্য পুরসভার নির্বাচন নিয়ে কলকাতা পুরসভার প্রচারে ইতিমধ্যেই সমস্ত দল কোমর বেঁধে নেমে পড়েছে। তবে বরাবরের মতো এবারেও লড়াইয়ের মধ্যমণি তৃণমূল এবং বিজেপিকেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে পুরভোটের বাতাবরণ তৈরি হতেই বিজেপির তরফ থেকে দাবি উঠেছে কলকাতা অন্যান্য জায়গায় পুরসভার ভোটে সর্বত্র ভিভিপ্যাট ব্যবহার করার। এবং এই দাবি সর্বাগ্রে এনে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পুরভোটে ভিভিপ্যাট ব্যবহার করার দাবি নিয়ে এবার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন তিনি। সূত্রের খবর, বিজেপির পরিষদীয় প্রতিনিধি দল নিয়ে তিনি কমিশনে দরবার করতে যাবেন। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার জানিয়েছেন, কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের হাতে একইরকম ক্ষমতা রয়েছে লোকসভা ও বিধানসভা ভোটে যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি ভিভিপ্যাট ব্যবহার করতে পারে, তাহলে রাজ্য নির্বাচন কমিশনকেও পুরভোটে ভিভিপ্যাট ব্যবহার করতে হবে এবং তার জন্য যাবতীয় আর্থিক সংস্থান করতে হবে রাজ্যকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই পুরভোট সংক্রান্ত হাইকোর্টের হলফনামায় রাজ্য সরকার জানিয়ে দিয়েছে হাওড়া ও কলকাতায় বাদ দিয়ে রাজ্যের অন্যত্র পুরসভা নির্বাচন হবে 7 থেকে 8 দফায়। আর এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা মতামত জানিয়ে বলেছেন, বিধানসভার নির্বাচনকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, তামিলনাড়ুতে যদি একদফায় বিধানসভা ভোট হয়, তাহলে বাংলায় কেন আট দফা বিধানসভা নির্বাচন হবে? কিন্তু পুরভোটের প্রাক্কালে দেখা যাচ্ছে, শাসকদলের সুবিধাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন দফায় পুরভোট সম্পন্ন করার কথা বলা হচ্ছে। আপাতত পুরভোট নিয়ে জমজমাট হচ্ছে রাজনৈতিক লড়াই। এই পরিস্থিতিতে আগামীদিনের ওপর নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!