এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটের ফলাফলের দিন কি করবেন কর্মীরা? দলীয় কর্মীদের বড়সড় বার্তা দিলেন তেজস্বী

ভোটের ফলাফলের দিন কি করবেন কর্মীরা? দলীয় কর্মীদের বড়সড় বার্তা দিলেন তেজস্বী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্য অনুষ্ঠিত হয়ে গেল বিহারের বিধানসভা নির্বাচন। গত শনিবার ছিল বিহারের শেষ দফার ভোট আর আগামীকাল ভোটের ফল প্রকাশ। আগামীকাল ভোটের গণনা ও ফল প্রকাশের দিনে যাতে কোনরকম অশান্তি না বাঁধে, দলের কর্মীরা যেন সুশৃংখল থাকেন, সে বিষয় নিয়ে গতকাল রবিবার সতর্ক করে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিকে গত শনিবার তৃতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন সংস্থাগুলি তাদের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে। বেশিরভাগ সংস্থা আগাম জানিয়ে দিল যে, বিহার এবার এনডিএ জোটের হাতছাড়া হতে চলেছে, অন্যদিকে ক্ষমতায় আসতে চলেছে আরজেডি- কংগ্রেস- বামের মহাজোট। বেশকিছু সমীক্ষা জানিয়েছে যে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে অনেকটা পেছনে ফেলে দিয়ে মুখ্যমন্ত্রীর কুরসি দখল করতে চলেছেন ৩০ বছরের যুবনেতা তেজস্বী যাদব।

গতকাল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব তাঁর এক টুইট বার্তায় সতর্ক করে দিলেন দলের নেতাকর্মীদের। টুইট করে তিনি লিখলেন যে, আগামীকাল ভোটের ফলাফলের দিনে কোনরকম বিশৃঙ্খল অবস্থা যেন তৈরি না হয়। আবির, আতশবাজি ইত্যাদির ব্যবহার করতে নিষেধ করলেন তিনি। টুইট করে তিনি জানালেন যে, ভোটের ফলাফল যাই হোক না কেন, সমস্ত কর্মী যেন শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। প্রত্যেকেরই দায়িত্ব নিতে হবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার। দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন যে, আনন্দে উল্লসিত হয়ে অসংযত আচরণ যেন কেউ না করেন। সতর্ক করে দিয়ে তিনি লিখেছেন যে, এটা মাথায় রাখতে হবে যে, রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের ভালো করা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, আগামীকাল ১০ ই নভেম্বর বিহারে যেমন ভোট গণনা ও ফলাফলের দিন, তেমনি আগামীকালের দিনটি আবার তেজস্বী যাদবের জন্মদিন। একারণেই অনেকে বলছেন যে, বুথ ফেরত সমীক্ষা যদি মিলে যায়, তবে জন্মদিনে বিরাট উপহার পেতে চলেছেন তেজস্বী যাদব। এদিকে ১৫ বছর ধরে একটানা বিহারের মুখ্যমন্ত্রীর কুরসী দখল করেছেন নীতিশ কুমার। রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন যে, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকায়, প্রতিষ্ঠান বিরোধিতার সম্মুখীন হতে চলেছেন নীতিশ কুমার এবারে।

নীতীশ কুমারের বিরুদ্ধে একদিকে যেমন প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে, তেমনি অভিযোগ উঠেছে যে, গত লোকসভা নির্বাচনে লালুপ্রসাদ যাদবের সঙ্গে জোট করে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু দু’বছর যেতে না যেতেই জোট ভেঙে দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর পদ থেকে সাময়িকভাবে ইস্তফা দিয়েছিলেন। এরপর বিজেপির সমর্থন নিয়ে আবার তিনি মুখ্যমন্ত্রীর গদিতে বসে ছিলেন। তাঁর এই কান্ডটি বারবার প্রচারের আলোয় এনেছিলেন তেজস্বী যাদব। অনেকের মতে, এই একটি কারণেই এবার যাদব ভোট ও মুসলিম ভোটের বেশিরভাগটা তাঁর হাতছাড়া হয়ে হয়তো বিপক্ষের দিকে যেতে পারে। প্রসঙ্গত, তাঁর একসময়ের জোট সঙ্গী চিরাগ পাসোয়ান সম্প্রতি তাঁর তীব্র বিরোধী। তিনিও তাঁর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!