এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় আইনি বিপর্যয়ের মুখে হেভিওয়েট তৃণমূল নেতা, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় আইনি বিপর্যয়ের মুখে হেভিওয়েট তৃণমূল নেতা, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে ক্রমশ বাড়ছে তৃণমূল এবং বিজেপির লড়াই। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে হামেশাই বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায়। বিভিন্ন সময়ে তা নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু এবার অনুব্রত মণ্ডল সোজাসুজি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে উল্লেখ করে যেভাবে নজিরবিহীন কুকথার আক্রমণ করলেন, তাতে অনুব্রত মণ্ডলকে এবার আইনি নোটিশ ধরানো হলো গেরুয়া শিবিরের পক্ষ থেকে।

যথারীতি এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি দিলীপ ঘোষ টেলিভিশন চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে হিন্দু ধর্মে পূজিতা দেবী দুর্গাকে নিয়ে এমন কিছু মন্তব্য করেন যা চাঞ্চল্য সৃষ্টি করে। আর তারই পরিপ্রেক্ষিতে অনুব্রত দিলীপ ঘোষকে করলেন লাগাতার কুকথার আক্রমণ। বিভিন্ন জনসভায় কুকথা প্রয়োগের পাশাপাশি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে বসেও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল একইভাবে কুকথা বলে চলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই এবার গেরুয়া শিবিরের কড়া পদক্ষেপ। যদিও এই আইনি নোটিশকে বিন্দুমাত্র গুরুত্ব দিতেই রাজি নন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের জনসভা থেকে দিলীপ ঘোষকে ‘জানোয়ার’ বলে উল্লেখ করেন অনুব্রত আর তাতেই তিনি পড়েছেন আইনি প্যাঁচে। লাগাতার একইভাবে কুকথা প্রয়োগ করা কার্যত এবার বিপাকে ফেলল অনুব্রতকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, রাজনীতিতে একে অপরকে আক্রমণের ঠেলায় ভাষা প্রয়োগের শালীনতাবোধ তলানিতে এসে ঠেকেছে।

তবে দিলীপ ঘোষ যেভাবে কুকথার ঝড় তুলেছেন বাংলার রাজনীতিতে, তা রাজনৈতিক মহলে জোরদার চর্চার বিষয় হয়ে উঠেছে। পাশাপাশি অনুব্রত মণ্ডলকে আইনি নোটিশ ধরানোয় তৃণমূল শিবিরকেও যে বিপাকে ফেলার চেষ্টা হল, সে বিষয়ে একমত রাজ্যের ওয়াকিবহাল মহল। একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই ঘটনা যে বাংলার রাজনীতিতে ব্যাপক ঝড় তুলতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহলের অনেকেই।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!