এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভার আগে আরও চনমনে গেরুয়া শিবির! বিজেপি নয় এবার তৃণমূলের ঘুম ওড়াচ্ছে বজরং দল!

বিধানসভার আগে আরও চনমনে গেরুয়া শিবির! বিজেপি নয় এবার তৃণমূলের ঘুম ওড়াচ্ছে বজরং দল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও বড়সড় ধাক্কা খেল রাজ্যের ঘাসফুল শিবির। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে রাজ্যের গেরুয়া শিবির নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে শুরু করেছে। আর সেই লক্ষ্যেই তাঁরা বারবার আঘাত করে চলেছে তৃণমূল শিবিরের দেওয়ালে। রাজ্যের মধ্যে দেখা যাচ্ছে, জঙ্গলমহলে উন্নয়ন নিয়ে যতই শাসকদলের তীব্র প্রচার হয়েছে, ততোই দেখা গেছে জনসমর্থনের নিরিখে ক্রমাগত পিছিয়ে গেছে ঘাসফুল শিবির। পাল্টা এগিয়ে এসেছে গেরুয়া শিবির।পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের তৃণমূল শিবিরে ভাঙ্গনের ছবি স্পষ্ট হয়ে উঠেছিল আগেই।

এরপর লোকসভা নির্বাচনে জঙ্গলমহল থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায় তৃণমূল শিবির। এর পরে অবশ্য জঙ্গলমহলে আবার ঘুরে দাঁড়াচ্ছে বলে তৃণমূল দাবি করলেও বর্তমানে কিন্তু সে ছবি দেখা যাচ্ছে না। বরং আবারও নতুন করে তৃণমূল দলের ভাঙ্গনের ছবি স্পষ্ট হয়ে উঠলো। সম্প্রতি পুরুলিয়া জেলার জঙ্গলমহলের বলরামপুর ব্লকের বেশ কিছু বজরং সমর্থক কিছুদিন আগে যাঁরা তৃণমূলে যোগ দিয়েছিলেন, তাঁরাই এবার বেরিয়ে এসে পুনরায় যোগ দিলেন গেরুয়া শিবিরে বলে জানা গেছে।

সম্প্রতি জঙ্গলমহল পুরুলিয়া বলরামপুর থানার গেরুয়া গ্রাম পঞ্চায়েতের সিরগি গ্রামের বজরং দলের সক্রিয় কর্মী প্রকাশ মাজি, অভিজিৎ তন্তুবায়, নয়ন দে, করমু কুমার সহ 30 জন যুবক তৃণমূলে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে। তাঁরাই এদিন তৃণমূল ছেড়ে আবার যোগ দিলেন গেরুয়া শিবিরে। জানা গেছে, বজরং শিবিরের সংযোজক রাজেশ পাত্রের হাত ধরে পুনরায় আবার বজরং গোষ্ঠীতে এলেন তাঁরা। দলবদল করে তাঁদের দাবি, ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের। এবার আবার ভুল বুঝতে পেরে তারা নিজেদের দলে ফিরে এসেছেন বলে জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে দেখা গেছে, 2018 পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই জঙ্গলমহলের মাটি শক্ত করতে শুরু করেছিল বজরং দল। এক কথায় বিজেপির ফ্রন্ট অর্গানাইজেশন হিসেবে বজরং দল জঙ্গলমহলে ব্যাপকভাবে সংগঠনের কাজ চালিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। ফলস্বরূপ, বলরামপুর পঞ্চায়েতের থেকে সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে যায় তৃণমূল কংগ্রেস। এরপরে যদিও দলবদল এর কারণে আবারও বলরামপুর পঞ্চায়েত সমিতি দখল করে তৃণমূল কংগ্রেস। কিন্তু গ্রাম পঞ্চায়েত এখনো বিজেপির অধিকারে আছে বলে খবর। অন্যদিকে বলরামপুর বিধানসভা থেকে পরপর দুবার জয়ী হয়ে বর্তমানে মন্ত্রীর আসনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো।

কিন্তু সম্প্রতি লোকসভা নির্বাচনে বলরামপুর বিধানসভায় ব্যাপক ভোটে জয়লাভ করে বিজেপি। এবার সামনে আসছে 2021 এর বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের পর থেকেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যে বলরামপুর বিধানসভা নিয়ে রীতিমতন ‘টাগ অফ ওয়ার’ চলছে রাজ্যের দুই যুযুধান শিবিরের মধ্যে। বিজেপি যেমন বলরামপুর পঞ্চায়েত লোকসভার পর বিধানসভাতেও অধিকার জমাতে আগ্রহী, ঠিক সেরকমভাবেই জঙ্গলমহলের হারিয়ে যাওয়া মাটি উদ্ধার করতে বলরামপুর বিধানসভাকেই পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, জঙ্গলমহলে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের অভাবের ফলেই তৃণমূল শিবির এতটা পিছিয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, আগামী দিনে গেরুয়া শিবির যে এত সহজে লড়াইয়ের ময়দানে ছাড়বে না তা কিন্তু তারা ক্রমাগত বুঝিয়ে দিচ্ছে শাসক শিবিরকে। সুতরাং 2021 এর বিধানসভা নির্বাচন ঘিরে যে এক টান টান লড়াইয়ের মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হতে শুরু করেছে রাজ্যের অন্দরমহলে, সে বিষয়ে একমত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!