এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধানসভার নিয়োগেও ব্যাপক দুর্নীতি, হাঁটে হাড়ি ভাঙলেন শুভেন্দু !

বিধানসভার নিয়োগেও ব্যাপক দুর্নীতি, হাঁটে হাড়ি ভাঙলেন শুভেন্দু !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন এসএসসি থেকে শুরু করে বিভিন্ন চাকরির নিয়োগ নিয়ে প্রশ্ন তুলতেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বহু মামলায় রাজ্য সরকারকে আদালত পর্যন্ত হোঁচট খেতে হয়েছে। তবে এবার বিধানসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে অনেক ব্যক্তির জাল সার্টিফিকেট দেখিয়েও চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করলেন তিনি‌। স্বভাবতই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি বিস্ফোরক তথ্য ফাঁস করেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে তিনি বলেন, “2011 সালের পর থেকে বিধানসভায় তৃণমূলের ক্যাডাররা যারা বাইরে তৃণমূলের হয়ে মিটিং মিছিল করেন, ভোটের সময় বুথ দখল করেন, এই সমস্ত লোকেদের একটা বড় অংশের মাধ্যমিক বা এইট পাশের মার্কশিট জাল। আমরা সেই সমস্ত তথ্য সংগ্রহ করেছি। আমরা আরটিআই করব। আরটিআইয়ের উত্তর না পেলে কি করে উত্তর নিতে হয়, সেই লড়াইটা আমরা শুরু করব। কিছু গ্রুপডির লোককে এখানে সিকিউরিটি হিসেবে রাখা হয়েছে, শুধুমাত্র বিজেপির জনপ্রতিনিধিদের অপদস্ত করার জন্য।” অর্থাৎ শুভেন্দু অধিকারী বিধানসভার নিয়োগেও যে ব্যাপক পরিমাণ কারচুপি এবং অনিয়ম হয়েছে, তা স্পষ্ট করলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!