এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বড় ধাক্কা গেরুয়া শিবিরে – পুরুলিয়াতে পদ্ম ফোটানোর দুই মূল কারিগরই এবার তৃণমূলে

বড় ধাক্কা গেরুয়া শিবিরে – পুরুলিয়াতে পদ্ম ফোটানোর দুই মূল কারিগরই এবার তৃণমূলে


চূড়ান্ত চমক পুরুলিয়ার রাজনীতিতে – যে দুই ‘হিন্দুত্ত্ববাদী’ নেতার হাত ধরে গোটা পুরুলিয়ার রঙ গত পঞ্চায়েত নির্বাচনে হঠাৎ করেই সবুজ থেকে গেরুয়া হয়ে গিয়েছিল – সেই গৌরব সিং ও সুরজ শর্মা নিজেদের বজরং দলের ২০ জন অনুগামী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নির্বাচনের পর থেকেই বিভিন্ন মামলায় জেরবার হয়ে বারবার জেলে যেতে হয়েছে গৌরব সিং ও সুরজ শর্মাদের। কিন্তু তখনও একটুও দমে না গিয়ে পাল্টা হুঙ্কার ছাড়ে গিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু হাঠৎ করে কি এমন হল যে এরকম দাপুটে নেতারা দল ছেড়ে একেবারে বিপাক শিবিরে গিয়ে নাম লেখালেন? তাঁদের দাবি একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে তাঁদের ১১৪ দিন জেলে রাখা হয় – এক মামলায় জামিন পেলেই সাথে সাথে অন্য মামলায় অন্য থানার পুলিশ তাঁদের গ্রেপ্ত্রা করেছে। কিন্তু, দুঃখের বিষয় যাঁদের জন্য তাঁদের এই মরণপণ লড়াই সেই বিজেপি নেতারা পাশে দাঁড়ানো তো দূরের কথা, তাঁদের পরিবারের খোঁজ পর্যন্ত রাখেননি! আর তাই বিজেপি না করে দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত। বলাই বাহুল্য, এই দলবদলের পরে পুরুলিয়াতে যে গেরুয়া ঝড় পঞ্চায়েতে উঠেছিল তা অনেকটাই অস্তমিত হয়ে গেল!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!