এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মদন মিত্রকে ‘ঢাল’ করেও মিলল না রেহাই! হাইকোর্টে বড় ধাক্কা রাজীব কুমারের

মদন মিত্রকে ‘ঢাল’ করেও মিলল না রেহাই! হাইকোর্টে বড় ধাক্কা রাজীব কুমারের


কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার এখন রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচ্য ব্যক্তি। রাজ্যের বিভিন্ন চিটফান্ড কাণ্ডের উপর তদন্তের জন্য রাজ্য সরকারের গঠিত সিট-এর প্রধান ছিলেন তৃণমূল নেত্রীর অন্যতম আস্থাভাজন এই অফিসার। কিন্তু, তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্তের নামে তিনি প্রভাবশালীদের আড়াল করতে চিটফান্ড কাণ্ডের বহন তথ্যপ্রমাণ নাকি নষ্ট করে দিয়েছেন। ফলে, এই সংক্রান্ত বিষয়ে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

এই জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের এক টীম কলকাতায় রাজীব কুমারের বাসভবনে পৌঁছালে, কলকাতা পুলিশ তাঁদের রীতিমত টানা-হ্যাঁচড়া করে থানায় নিয়ে যায়। রাজীব কুমারের ‘জিজ্ঞাসাবাদ’ নিয়ে প্রশ্ন তুলে সেখানে পৌঁছে যান স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি ধর্নায় পর্যন্ত বসে যান! যদিও এরপরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বাইরে শিলংয়ে গিয়ে সিবিআইয়ের মুখোমুখি হতে হয় রাজীব কুমারকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, সেই জেরায় সন্তুষ্ট ছিলেন না সিবিআইয়ের তদন্তকারী অফিসারেরা বলে সূত্রের খবর। আর তাই তাঁরা রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে চায়। আর এর বিরুদ্ধে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়ে বেড়াচ্ছেন রাজীব কুমার। আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁর জন্য ছিল ‘রক্ষাকবচ’ – তদন্তে সহযোগিতা করতে হবে এই শর্তে রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না বলে জানায় আদালত। কিন্তু সেই ‘রক্ষাকবচ’ নিয়ে আজ কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন রাজীব কুমার।

আজ এই মামলার শুনানিতে রাজীব কুমারের আইনজীবী হাইকোর্টকে জানান, মদন মিত্রের ঘটনার পুনরাবৃত্তি চাই না। সকাল সাড়ে ১০টায় তাঁকে ডাকা হয়েছিল সাক্ষী হিসাবে। বিকেল সাড়ে ৪টেয় তাঁকে অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়। ওই ঘটনা যাতে আমার মক্কেলের সঙ্গেও না ঘটে তাই আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু মদন মিত্রকে ‘ঢাল’ করেও কোনো সুরাহা হল না। হাইকোর্টের বিচারপতি মধুমতি মিত্র জানান, বহু দিন ধরেই এই মামলা চলছে। সব কিছুর একটা শেষ প্রয়োজন।

আর এরপরেই তিনি সোমবার পর্যন্ত রাজীব কুমারের আইনি রক্ষাকবচ বজায় রাখার আবেদন খারিজ করে দেন। ফলে, আয়ের দেওয়া ‘রক্ষাকবচ’ অনুযায়ী আগামীকাল শুক্রবার পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা না গেলেও – তারপরে কিন্তু সিবিআইয়ের জন্য রাজীব কুমারকে গ্রেপ্তারির দরজা খুলে গেল। ফলে, আগামীকাল যদি রাজীব কুমার পুনরায় কোনো আইনি ‘রক্ষাকবচ’ জোগাড় করতে না পারেন – তাহলে কিন্তু তার উপর রীতিমত চাপ বেড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!