এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking বিজেপিতে যোগ দিলেন চার তৃণমূল বিধায়ক, জেনে নিন

Big Breaking বিজেপিতে যোগ দিলেন চার তৃণমূল বিধায়ক, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অবশেষে জল্পনাই বাস্তব হল। তৃণমূলের টিকিট না পাওয়ার কারণে দলের বিদ্রোহ ক্রমশ বাড়তে শুরু করেছিল। সোনালী গুহ থেকে শুরু করে জটু লাহিড়ী, অনেক হেভিওয়েট তৃণমূল বিধায়ক প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করতে শুরু করেছিলেন, যা বিড়ম্বনা বাড়িয়ে দিয়েছিল ঘাসফুল শিবিরের। আর এবার তৃণমূলের সেই বিড়ম্বনা বাড়িয়ে দিয়ে সরাসরি বিজেপিতে যোগ দিতে দেখা গেল চার হেভিওয়েট তৃণমূল বিধায়ককে। জানা গেছে, এদিন তৃণমূল বিধায়ক সোনালী গুহ, জটু লাহিড়ী, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং দীপেন্দু বিশ্বাস গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।

সূত্রের খবর, কিছুক্ষণ আগেই বিজেপির পক্ষ থেকে হেস্টিংস সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সব্যসাচী দত্ত সহ অন্যান্যরা। আর সেখানেই তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে নাম লেখাতে দেখা যায় এই চার তৃণমূল বিধায়ককে। আর তৃণমূল থেকে আসা এই চার বিধায়কের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মূলত নির্বাচনে টিকিট না পাওয়ার কারণেই যে তৃণমূলের এই চার নেতা নেত্রী পদ্মফুলে নাম লেখালেন, তা বলাই যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। আর সেই প্রার্থী তালিকায় নাম ছিল না এই চার তৃণমূল বিধায়কের। আর তারপর থেকেই তারা বেসুরো মন্তব্য করতে শুরু করেছিলেন। এমনকি অনেকে আবেগ তাড়িত হয়ে প্রকাশ্যে টেলিভিশন মিডিয়ায় চোখের জল পর্যন্ত ফেলে দিয়েছিলেন। আর তারপরেই বিজেপিতে যোগদান নিয়ে খবর সামনে আসতে শুরু করে।

অবশেষে বিন্দুমাত্র সময় নষ্ট না করে এবার গেরুয়া শিবিরে যোগদান করলেন তারা। স্বাভাবিকভাবেই নির্বাচনের মুহূর্তে এই চার হেভিওয়েট তৃণমূল নেতা নেত্রীর বিজেপিতে যোগদান ঘাসফুল শিবিরকে যে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দেবে, তা নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!