এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Big Breaking,এবারের দুর্গোৎসব নিয়ে বড়োসড়ো রায়দান হাইকোর্টের, চিন্তার ভাজ উদ্যোক্তাদের

Big Breaking,এবারের দুর্গোৎসব নিয়ে বড়োসড়ো রায়দান হাইকোর্টের, চিন্তার ভাজ উদ্যোক্তাদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবছরের দুর্গোৎসব, শ্যামা পূজা নিয়ে বড়োসড়ো রায়দান করল কলকাতা হাইকোর্ট। গতবছরের দুর্গোৎসবের স্মৃতি এবার আবার ফিরে আসতে চলেছে বাংলার বুকে। গতবছর যেমন দর্শক শূন্য মন্ডপে পূজিত হয়েছিলেন জগত জননী। এবারও তাই ঘটতে চলেছে। দুর্গাপূজা থেকে শুরু করে কালীপুজো এমনকি জগদ্ধাত্রী পুজোও এবার হতে চলেছে দর্শকশূন্য মণ্ডপে। আদালতের পক্ষ থেকে আজ এমনই একটি রায় ঘোষণা করা হয়েছে। আদালতের এই রায়ে বড়োসড়ো চিন্তার ভাঁজ পড়েছে পুজো উদ্যোক্তাদের কপালে।

গতবার করোনা সংক্রমণ থাকার কারণে আদালতের পক্ষ থেকে যে রায় দেয়া হয়েছিল, সেই রায় এবারও কার্যকর করার এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আজ এই মামলার শুনানিতে আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ এর পক্ষ থেকে জানানো হলো যে, এবারও দর্শকশুন্য মণ্ডপে করতে হবে দূর্গা পূজার আয়োজন। সমস্ত ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। মন্ডপের ভেতর প্রবেশ করতে পারবেন না দর্শকেরা। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রতিমা দেখা যাবে। বড় মন্ডপের ক্ষেত্রে ২৫ জন, ছোট মন্ডপের ক্ষেত্রে ১২ জন মন্ডপের ভেতরে থেকে কাজ করতে পারবেন। তাদের নামের তালিকা মন্ডপের বাইরে ঝুলিয়ে রাখতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত বছর দুর্গোত্সবের ক্ষেত্রে যে বিধি ঠিক করে দিয়েছে আদালত। এবারও সেই বিধি বলবৎ থাকবে। আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, সমস্ত কিছু আদালত কখনোই বলে দিতে পারে না। প্রশাসন বিচার করে তা কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করতে পারে। তবে জনগণের সচেতনতা সবার আগে প্রয়োজন। নইলে কোন কিছুই বাস্তবে হতে পারবে না। আদালতের এই নির্দেশ মেনে নেবার বার্তা দিয়েছেন রাজ্যের এডভোকেট জেনারেল।

তবে, আদালতের এই রায় কপালে বড়োসড়ো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে একাধিক পুজো উদ্যোক্তাদের। গত বছর দুর্গা পূজার আয়োজন খুব সংক্ষেপ করা হয়। এবছর অনেকেই বড় পুজোর প্রস্তুতি নিয়েছেন। এই পরিস্থিতিতে আদালতের এই রায় বড়সড় ধাক্কা বলেই মনে করছেন অনেকে। তবে, কিছু কিছু পুজো উদ্যোক্তা ক্লাব, এমনটা ঘটতে পারে বলে আগে থেকেই আন্দাজ করে রেখেছিল। তাই সেভাবেই তারা মন্ডপ নির্মাণ করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!