এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > থাকতে চলেছে একাধিক চমক, আগামী ১৯ তারিখ বাংলায় বিজেপির প্রার্থীতালিকা নিয়ে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা হতে চলেছে

থাকতে চলেছে একাধিক চমক, আগামী ১৯ তারিখ বাংলায় বিজেপির প্রার্থীতালিকা নিয়ে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা হতে চলেছে


আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় ৪২ টি লোকসভা আসনের মধ্যে ২২ থেকে ২৩ টি আসন নিজেদের দখলে রাখবার জন্য রাজ্য নেতৃত্বকে টার্গেট বেঁধে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর দলের সর্বোচ্চ সেনাপতির এহেন নির্দেশের পরই দলীয় সংগঠনকে বাড়াতে বিভিন্ন কর্মসূচি এবং রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের কোন জায়গায় কাকে প্রার্থী করা যায় এবং কোন ব্যক্তিকে প্রার্থী করলে ভোটব্যাঙ্ক বৃদ্ধি পাবে তা নিয়েও প্রস্তুতি শুরু করে দিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। সূত্রের খবর, রাজ্যের কোন কেন্দ্রে কে প্রার্থী হবে তা নিয়ে বিজেপির ইতিমধ্যেই তিনবার বৈঠকও হয়েছে। আর সেখানেই ঠিক হয়েছে যে, মানুষের সঙ্গে যোগাযোগ আছে, দক্ষ সংগঠক এবং স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদেরই এবার দলের প্রার্থী তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে।

জানা গেছে, ইতিমধ্যেই লোকসভায় প্রার্থী হতে চেয়ে বিজেপির রাজ্য সদর দপ্তর মুরলীধর সেন লেনে আড়াই থেকে তিন হাজারেরও বেশি আবেদন পত্র জমা পড়েছে। যেখানে দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরাও তাঁদের আবেদন পত্র জমা দিয়েছেন। তবে শেষ মুহূর্তে এই প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য আগামী ১৯ শে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল গেরুয়া শিবির। সূত্রের খবর, রাজারহাটের এক অভিজাত হোটেলের এই বৈঠকে রাজ্য নেতৃত্ব যেমন উপস্থিত থাকবেন, ঠিক তেমনই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর দূত হিসেবে একাধিক কেন্দ্রীয় নেতাও সেখানে উপস্থিত থাকবেন। আর সেইখানেই প্রার্থী তালিকার ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর বিজেপি সূত্রে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে যে, এরাজ্যে বর্তমানে বিজেপির দুই সাংসদ বাবুল সুপ্রিয় এবং সুরিন্দর সিং আলুওয়ালিয়া তাঁদের নিজের কেন্দ্র থেকেই দাঁড়াবেন। অপরদিকে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে ওই কেন্দ্র থেকেই প্রার্থী করতে পারে বিজেপি। অন্যদিকে রাজ্যের প্রাক্তন এক আইপিএস অফিসারকেও পূর্ব অথবা পশ্চিম মেদিনীপুর থেকে বিজেপির তরফে টিকিট দেওয়া হতে পারে বলে খবর রয়েছে। তবে এই গুটিকয়েক কেন্দ্র নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চললেও বাকি কেন্দ্রগুলিতে ঠিক কারা কারা প্রার্থী হবেন সেই ব্যাপারেই এবার আগামী ১৯ শে ফেব্রুয়ারি একটি বৈঠকে বসতে চলেছে বিজেপি। জানা গেছে, এই বৈঠক থেকেই রাজ্যের এক একটি কেন্দ্রের জন্য তিন থেকে চার জনের একটি নাম দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে প্রস্তাব আকারে পাঠানো হবে – সেখানে দলীয় সংগঠক থেকে শুরু করে অন্যান্য দল থেকে বিজেপিতে আসতে উন্মুখ হেভিওয়েট নেতা ছাড়াও, থাকতে পারে একাধিক সেলিব্রিটি নাম।

আর অবশেষে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে থাকা দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ঠিক করবেন যে কোন আসনে কে প্রার্থী হবেন। এদিন এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমরা আগেই নেতা-কর্মীদের জানিয়ে দিয়েছি যে টিকিট নিয়ে কাউকে বাড়তি চিন্তা করতে হবে না। আপনারা নিজেদের কাজ করে যান। দল মনে করলে লোকসভা ভোটে আপনাদের প্রার্থী করবে।” একাংশের বক্তব্য, দীলিপবাবু নেতাকর্মীদের এই কথা বলে সতর্ক করলেও একাধিক জেলায় সেই বিজেপির তরফ থেকে কে টিকিট পাবেন তা নিয়ে শুরু হয়েছে দলীয় কোন্দল। আর তাই সেই কোন্দল মিটিয়ে ঠিক কিভাবে সংগঠনকে চাঙ্গা করে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের আসনগুলিতে প্রার্থী করার জন্য দলের তরফে কেন্দ্রীয় কমিটির কাছে কাদের কাদের নাম যায় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!