হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে ধুমধুমার হাসপাতাল চত্ত্বর বিশেষ খবর রাজ্য November 19, 2017 দমদম মিউনিসিপালিটি হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে ধুমধুমার হাসপাতাল চত্ত্বর। ডাক্তারের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রোগীর পরিবার। এই নিয়ে হাসপাতাল ভাঙ্গচুর ও ব্যাপক ইটবৃষ্টি।অবস্থা সামলাতে আসরে নামে পুলিশ।১২ জনকে ভাঙ্গচুরের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। আপনার মতামত জানান -