এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking, নেতাজির জন্মদিনকে ঘিরে বিশেষ সিদ্ধান্ত কেন্দ্রের, জানুন বিস্তারিত

Big Breaking, নেতাজির জন্মদিনকে ঘিরে বিশেষ সিদ্ধান্ত কেন্দ্রের, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নেতাজির জন্মদিনকে ঘিরে আজ বিশেষ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ বছর থেকে শুরু করে প্রতিবছর ২৩ সে জানুয়ারির দিনটি পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে আজ এই বিশেষ সিদ্ধান্তের কথা জানানো হলো। ইতিপূর্বে ২৩ সে জানুয়ারির দিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হতে চলেছে। এই উদ্দেশ্যে বছরভর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবছরের ২৩ সে জানুয়ারি থেকে অনুষ্ঠান শুরু হয়ে, যা পরের বছরের এই দিন পর্যন্ত চলবে। নানা অনুষ্ঠান পালিত হবে দেশজুড়ে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে।

নেতাজির স্মৃতিবিজড়িত দেশ ও দেশের বাইরের নানা স্থানে চলবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। নেতাজীর দেশপ্রেম, স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান, তাঁর বীরত্ব শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হবে মানুষের কাছে। এই উদ্দেশ্যে গঠন করা হয়েছে এক উচ্চপর্যায়ের কমিটি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন যার শীর্ষে। বহু বিশিষ্ট স্থান পেয়েছেন এই কমিটিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!