এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার করোনার ধাক্কায় বন্ধ হয়ে গেল মুরলীধর সেনের সদর দপ্তর, চিন্তায় বিজেপি কর্মীরা

এবার করোনার ধাক্কায় বন্ধ হয়ে গেল মুরলীধর সেনের সদর দপ্তর, চিন্তায় বিজেপি কর্মীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সামনের 2021 এর বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ব্যস্ততা তুঙ্গে রাজ্য বিজেপি শিবিরে। প্রায় প্রতিদিন বিজেপির সদরদপ্তরে ভিড় করেন রাজ্যের বিজেপি নেতা কর্মীরা। অন্যদিকে সম্প্রতি তাঁরা রাজ্যজুড়ে ভার্চুয়াল মিটিং শুরু করেছে। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে মুরলীধর সেনের রাজ্য বিজেপির সদরদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে সর্বক্ষেত্রে। কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ সময়ে রাজ্য বিজেপির সদর দপ্তর বন্ধ হয়ে গেল সাধারণ কর্মী নেতাদের কাছে।

আর এর কারণ করোনা এসে পৌঁছেছে প্রায় রাজ্য বিজেপির সদর দপ্তরের দোরগোড়ায়। সূত্রের খবর, বিজেপি সদর দপ্তর যেখানে অর্থাৎ মুরলীধর সেন এর উল্টো দিকের গলিতে এক বাড়িতে করোনা আক্রান্ত ধরা পড়েছে। আর তারপরেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে বিজেপির সদর দপ্তর বন্ধ করে দেওয়া হল। জানা গেছে, ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের কাছে এই খবর পৌঁছেছে এবং ওই বাড়ির সাত জন সদস্যকে করোনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল।

তবে একজন ছাড়া বাড়ির অন্য কারোর পরীক্ষায় করোনার লক্ষণ মেলেনি। তাই সবাইকে হোম কোইয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে খবর। তবে সংক্রমণ আটকাতে ইতিমধ্যে পুরো বাড়িটি সিল করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এবং এই খবর বিজেপির সদরদপ্তরে আসামাত্রই তড়িঘড়ি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যেক নেতাকর্মীকে অত্যন্ত প্রয়োজন ছাড়া অফিসে আসতে মানা করা হয়েছে বলে খবর। তবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, তিনি এই মুহূর্তে বাড়িবদল করার কারণে রাজ্য বিজেপির সদর দপ্তরে এখন আসতে পারবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিজেপির রাজ্য দপ্তরে নেতাকর্মীরা না এলেও রাজনৈতিক কর্মসূচী কিন্তু বন্ধ থাকছে না। মঙ্গলবার রাজ্য বিজেপির পঞ্চম ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে হবে বলে জানা গেছে। সেই সূত্রে এবার রাজ্যের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের এবং ভার্চুয়াল কর্মসূচীর ক্ষেত্রে দলীয় মঞ্চ তৈরি হবে রাজ্য বিজেপির অফিসেই। তাই রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, ভার্চুয়াল সভা একটি জরুরী কর্মসূচি দলের জন্য। তাই সেটি বিজেপি অফিসেই করা হবে।

কিন্তু আপাতত আর কোনো জরুরি কর্মসূচি বিজেপির সদর দপ্তরে রাখা হবেনা। আপাতত মনে করা হচ্ছে, করোনা সংক্রমণ আটকাতে রাজ্য বিজেপি সদর দপ্তর যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সর্বৈব সঠিক। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে করোনা সহ একাধিক ইস্যু নিয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকেই সরব হয়েছেন বিজেপির নেতা-নেত্রীরা। উপরন্তু বিজেপির সদর দপ্তর এবার করোনার কারণে বন্ধ হওয়ার জন্য খুব স্বাভাবিকভাবেই করোনা নিয়ে আরো তীব্র প্রতিবাদ উঠে আসবে রাজ্য বিজেপির পক্ষ থেকে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!