এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিরোধীদের ‘কুৎসার’ জবাব গত ১০ বছরের অক্লান্ত উন্নয়নের মন্ত্র? বিশেষ পদক্ষেপের পথে নবান্ন?

বিরোধীদের ‘কুৎসার’ জবাব গত ১০ বছরের অক্লান্ত উন্নয়নের মন্ত্র? বিশেষ পদক্ষেপের পথে নবান্ন?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। এক কথায় এই নির্বাচন শাসকদলের কাছে কার্যত অগ্নিপরীক্ষা। দিনকে দিন বিজেপির প্রভাব রাজ্যে বাড়তে শুরু করেছে। অন্যদিকে তৃণমূলে ভাঙ্গন ধরবে বলে আশঙ্কা করছে একাংশ। আর এই পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য দলকে ক্ষমতায় আনতে কার্যত রণকৌশল শুরু করে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তবে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ করা হলেও, তৃণমূলের প্রধান অস্ত্র হতে চলেছে রাজ্যের উন্নয়ন।

এক্ষেত্রে বিগত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের মানুষের জন্য কী কী উন্নয়ন করেছে, এবার তার সার্বিক চিত্র রাজ্যবাসীর কাছে তুলে ধরতে উদ্যোগী হয়েছে নবান্ন। যেখানে সরকারের পক্ষ থেকে উন্নয়ন সংক্রান্ত একটি পুস্তিকা বই বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে প্রত্যেকটি জেলাকে চিঠি দিয়ে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের পারফরমেন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের এই উদ্যোগে কার্যত পরিষ্কার যে, বিরোধীদের তরফ থেকে যখন তৃণমূল সরকারকে নানা কটাক্ষ করা হচ্ছে, তখন উন্নয়নের মধ্যে দিয়েই রাজ্যবাসীর মন জয় করতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল।

সূত্রের খবর, গত 22 নভেম্বর মুখ্যমন্ত্রীর ওএসডি বিনায়ক ঘোষ চৌধুরী প্রতিটি জেলার জেলাশাসককে একটি মেইল করে অ্যাচিভমেন্ট রিপোর্ট চেয়েছেন। পাশাপাশি ব্লক ভিত্তিক এই রিপোর্ট চাওয়া হয়েছে। আর রাজ্য সরকারের সদরদপ্তর থেকে এই নির্দেশ প্রতিটি জেলায় আসার পরেই জেলা প্রশাসনের অন্দরমহলে ব্যাপক তৎপরতা সৃষ্টি হয়েছে। জেলায় কি কি কাজ বাস্তবায়িত হয়েছে, তার তথ্য জোগাড় করে তা দ্রুত নবান্নে পাঠাতে উদ্যোগী হয়েছে বিভিন্ন জেলা প্রশাসন।

জানা গেছে, 2011 সালের পর কোন ব্লকে কি কাজ হয়েছে, তার তথ্য জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বিগত বছরে প্রতিটি ব্লকে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা প্রাপকের সংখ্যাও জানতে চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। শুধু তাই নয়, কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী, সবুজসাথী প্রকল্প কত মাত্রায় পেয়েছে এবং তার ফলে কত ব্যক্তি উপকৃত হয়েছেন, তার তথ্যও জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত তথ্য জেলা প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করে তা পুস্তিকা আকারে আগামী 2021 এর আগে তুলে ধরে নিজেদের সাফল্য মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে রাজ্যের বর্তমান তৃণমূল সরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভূ গোয়েল বলেন, “নবান্ন থেকে ব্লক ভিত্তিক উন্নয়ন রিপোর্ট চাওয়া হয়েছে। আমরা ব্লক থেকে সেসব সংগ্রহ করছি। আমাদের জেলায় অতিরিক্ত জেলাশাসক থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং বিডিওদের অনেকেই বদলি হয়ে গিয়েছেন। যে কারণে একটু সময় লাগছে। এক সপ্তাহের মধ্যে আমরা ওই রিপোর্ট সংগ্রহ করে নবান্নে পাঠিয়ে দেব।”

একাংশ বলছেন, বিজেপির পক্ষ থেকে বর্তমানে ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছে রাজ্য সরকারের ওপর। রাজ্য সরকারের নানা বিষয় তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস মানুষের সুবিধার্থে কোনো কাজ করেনি বলে প্রচার করার চেষ্টা করছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে মানুষের উন্নয়ন কতটা হয়েছে, তা পুস্তিকা আকারে মানুষের কাছে তুলে ধরতে উদ্যত হয়েছে তৃণমূল সরকার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!