এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার ফিরহাদের হয়ে ‘ব্যাট’ ধরলেন গৌতম দেব! পাল্টা প্রতি আক্রমণে কার্যত ধুয়ে দিলেন অশোক!

এবার ফিরহাদের হয়ে ‘ব্যাট’ ধরলেন গৌতম দেব! পাল্টা প্রতি আক্রমণে কার্যত ধুয়ে দিলেন অশোক!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে শিলিগুড়ি শহরে মহাত্মা গান্ধীর মূর্তির উন্মোচনকে কেন্দ্র করে এক মঞ্চে দেখা গিয়েছিল পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও শিলিগুড়ি পুরসভার প্রসাশক বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক অশোক ভট্টাচার্যকে। পুরসভার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দু’জনের সাক্ষাৎও হয়েছিল এক বিলাসবহুল হোটেলে। এবার গতকাল অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। করোনার কারণে বেশ কিছুদিন ধরে তিনি ছিলেন আইসোলেশনে।

গতকাল আইসোলেশন থেকে বেরিয়ে অশোক ভট্টাচার্যের উদ্দেশ্যে তিনি জানালেন যে, বাম বিধায়ক অশোক ভট্টাচার্য বর্তমানে তিনি আর পুরসভায় জনগণের নির্বাচিত প্রতিনিধি নন, তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে মনোনীত প্রতিনিধি। তাঁর এই বক্তব্যের পাল্টা বক্তব্য রাখলেন বাম নেতা অশোক ভট্টাচার্য। গতকাল দুই নেতার তরজায় সরগরম হল উত্তরবঙ্গের বাণিজ্যিক রাজধানী শিলিগুড়ি শহর।

করোনা সংক্রমনের কারণে চিকিৎসকদের পরামর্শে দীর্ঘসময় আইসোলেশনে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। গতকাল প্রথম তাঁকে প্রকাশ্যে দেখা গেল। গতকাল মাল্লাগুড়ির এক সরকারি অতিথি নিবাস মৈনাক টুরিস্ট লজে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। যেখানে তিনি শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র তথা শিলিগুড়ি পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বাম নেতা অশোক ভট্টাচার্যর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

গতকাল বাম বিধায়ক অশোক ভট্টাচার্যকে উদ্দেশ্য করে মন্ত্রী গৌতম দেব জানালেন যে, অশোক ভট্টাচার্য নিজেই চিঠি দিয়ে তার প্রশাসক বোর্ডে থাকার কথা স্পষ্ট করে দিয়েছিলেন। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর দাবিকে মান্যতা দেয়া হয়েছিল। রাজ্য সরকার তাঁকে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিল। এরপর তিনি কলকাতায় গিয়ে মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। তিনি অভিযোগ করেছেন যে, কলকাতা থেকে ফিরেই উল্টো বলেন তিনি সব সময়। তিনি রাজ্যের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছেন বঞ্চনার।

আপনার মতামত জানান -

মন্ত্রীর দাবি, শিলিগুড়ি পুরসভার উন্নয়নে যথেষ্ট অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। কিন্তু এরপরেও অশোক ভট্টাচার্য যে বঞ্চনার অভিযোগ তুলে থাকেন, তা বেমানান। তিনি আরও জানালেন যে, গান্ধী মূর্তি উন্মোচনের দিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে পাশে বসিয়ে প্রশংসা করেছিলেন তিনি। কিন্তু তার পরদিনেই তিনি রাজ্যের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের অভিযোগ তুলেছেন। পর্যটনমন্ত্রীর কথায়, ” মুখে বলেছেন, আমাদের বড় মন, তাই ডেকেছি। এসব বলে উনি কী বোঝাতে চাইছেন জানি না। আসলে উনি ভুলে যাচ্ছেন যে, উনি এখন রাজ্য সরকারের মনোনীত একজন প্রতিনিধি। রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে ওঁর মুখে এসব মানায় না। ”

গতকাল পর্যটন মন্ত্রী গৌতম দেবের এই বক্তব্যের পর তার পাল্টা জবাব দিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ও শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, সুষ্ঠু নাগরিক পরিষেবা দেওয়াটা তাদের দায়িত্ব। সেইজন্য মাঝে মাঝে কলকাতায় গিয়ে মন্ত্রীদের সঙ্গে তাঁকে দেখা করতে হয়। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, দাবি আদায়ের জন্য কখনো কারোর পায়ে ধরেন না তিনি। যা বলার সেটা স্পষ্ট বলেন তিনি। বিধানসভাতেও তিনি চুপচাপ বসে থাকেন না। তাঁর কথায়, তিনি হলেন সোজা পথের লোক। আড়ালে-আবডালে তিনি কিছু বলেননা। তিনি জানিয়ে দিলেন যে, তিনি প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হলেও তিনি শিলিগুড়ির বিধায়ক। এটা ভুলে গেলে চলবে না। রাজ্য শিলিগুড়ি পুরসভার সঙ্গে যে বঞ্চনা করেছে, তার প্রমান তার হাতেই আছে।

এভাবে গতকাল দুই হেভিওয়েটের তর্যায় সরগরম হল শিলিগুড়ি শহর। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, করোনা সংক্রমনের কারণে দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে আসতে পারেন নি রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সেসময় শিলিগুড়ি শহরের ঘটে গিয়েছে অনেক কিছু, কিন্তু তিনি আসতে পারেনি প্রকাশ্যে। নির্বাচনের আগে সেই সুযোগ নিয়েছিল বাম শিবির। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা প্রচারে ঝাঁপিয়ে পড়েছিল সিপিএম নেতৃত্ব। তাই আইসোলেশন থেকে বেরিয়েই তার যোগ্য জবাব দিতে ময়দানের নামলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। অশোক ভট্টাচার্যও তার একেবারে মোক্ষম জবাব দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!