এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকে সরকার তো গেছেই, কিন্তু ২০১৯ এর আগে তার থেকেও বড় সমস্যায় বিজেপি

কর্নাটকে সরকার তো গেছেই, কিন্তু ২০১৯ এর আগে তার থেকেও বড় সমস্যায় বিজেপি


কর্ণাটক রাজ্যে সরকার গঠন করতে ব্যর্থ হওয়ার পরে ঐ রাজ্যের বিজেপি কর্মী ওসমর্থকদের মধ্যে একতার যথেষ্ট অভাব দেখা গিয়েছে। এই সময়েই বিজেপির অন্যতম রাজ্যনেতা কে এস ঈশ্বরাপ্পা সিদ্ধান্ত নিলেন তাঁরা একত্রিত হয়ে বিএস  ইয়েদুরাপ্পার বিরুদ্ধে দিল্লী গিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানাবেন। শুধু তাই নয় প্রধানমন্ত্রীকে তিনি বিশদে বলবেন দলের রাজ্য সভাপতি ইয়েদুরাপ্পাকে কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মনোনীত করা কেনও দলের অন্যতম একটি ভুল সিদ্ধান্ত ছিলো। কর্ণাটকে বিজেপির সরকার গঠনে বিপর্যয়ের পরে  ইয়েদুরাপ্পার রাজনৈতিক ভবিষ্যত যে বেশ নড়বড়ে হয়ে পড়লো সে বিষয়ে রাজনৈতিক মহলের কোনো সংশয় রইলো না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপির দলীয় সূত্রে খবর অনুসারে ইয়েদুরাপ্পা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দ ছিলেন না। মোদী চেয়েছিলেন অনন্ত হেগড়েকে মুখ্যমন্ত্রী প্রার্থী করতে| কিন্তু শেষ পর্যন্ত লিঙ্গায়ত নেতা ইয়েদুরাপ্পাকেই তিনি মেনে নেন, যাতে গত বারের মতো দলীয় সংগঠনের কোনো ক্ষতি না হয়। কিন্তু এখন দলের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন ইয়েদুরাপ্পা পুরনো ভাবমূর্তি বর্তমানে  আর বজায় নেই। বরং খাদান কেলেঙ্কারীতে তাঁর ভাবমূর্তি একেবারেই বিনষ্ট হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!