এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি এবং আরএসএসকে সরাসরি কাঠগড়ায় তুলে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

বিজেপি এবং আরএসএসকে সরাসরি কাঠগড়ায় তুলে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী


2019 এর লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিজেপি বিরোধীতায় তাঁদের সুর চড়া করছে কংগ্রেস। এবারে ফের বিজেপি আরএসএসকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দেশে শাসন চললেও বিজেপি নেতারা দেশের মানুষকে ক্রীতদাসে পরিনত করছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার দিল্লীর তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে পিছড়ে বর্গের এক সমাবেশে যোগ দেন রাহুল গান্ধী। এই সমাবেশ থেকেই তিনি বলেন, “বিজেপি এবং আরএসএসের তিন-চারজন শীর্ষ নেতা দেশকে দাসত্বে পরিনত করতে চাইছে।” রাজনৈতিক মহলের ধারনা, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিজেপির তিন চারজন নেতা বলতে যে নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকেই বুঝিয়েছেন তা আর কারও বুঝতে বাকি নেই।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের এই সভা থেকে কংগ্রেস সভাপতি বিরোধী জোট কে আরও শক্তিশালী হওয়ার বার্তাও দিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, রাজনীতিতে নলিনত রাহুল গান্ধী এইরকম বার্তা দিয়ে 2019 এ বিজেপিকে উৎখাত করে বিরোধী জোটের সরকার আনার পক্ষেই সওয়াল করেছেন। সূত্রের খবর, মুলায়ম সিংহ, লালুপ্রসাদ যাদব এই পিছড়ে বর্গে 90 শতাংশ ভোট নিজেদের দখলে এনেছিলেন। এবার বিজেপিকে সরাতে কংগ্রেসও এখানে 52 শতাংশের মতো ভোটব্যাঙ্ক তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিনের সভা থেকে এই এলাকার মানুষকে গুরুত্ব দেওয়ারও কথা বলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।সব মিলিয়ে লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে কংগ্রেসের এই শীর্ষনেতাকে দেখা গেল রনংদেহী মেজাজে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!