জল্পনার অবসান ঘটিয়ে ফের জোট বাঁধছে বিজেপি-আর তার বিক্ষুব্ধ শরিক জাতীয় February 18, 2019 অনেকদিন ধরেই মন কষাকষি চলছিল। শিবসেনা বার বার বিজেপিকে আক্রমণ করে যাচ্ছিলো যা নিয়ে জল্পনা ছড়িয়েছিলো যে এবার বোধ হয় আর মহারাষ্ট্রে জোট হচ্ছে না শিবসেনা-BJP-র। বার বার বিজেপি এগিয়ে এলেও পিছিয়ে যাচ্ছিলো শিবসেনা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে মনে হচ্ছিলো এবার বিজেপি বিরোধী মহাজোটে অংশ নিতে চলেছে শিবসেনা। কিন্তু আজ সব জল্পনার অবসান ঘটিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করে জানানো হয় যে আগামী লোকসভা ভোটে মহারাষ্ট্রে জোট হচ্ছে শিবসেনা-BJP-র।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, “আসন্ন লোকসভা নির্বাচনে শিবসেনা ২৩টি আসনে লড়বে। BJP লড়বে ২৫টি আসনে।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ফলে ফের মহারাষ্ট্রে বিজেপি- শিবসেনার পাল্লা ভারী হবে বলেই মত রাজনৈতিকমহলের। যদিও সব বোঝা যাবে আগামী লোকসভা ভোটের ফলাফলে। আপনার মতামত জানান -