এখন পড়ছেন
হোম > রাজ্য > হাত-পা ভেঙে, চুল কেটে, প্রাণে মারার হুমকি বিজেপি প্রার্থীকে, অভিযোগের তীর তৃণমূলের দিকে

হাত-পা ভেঙে, চুল কেটে, প্রাণে মারার হুমকি বিজেপি প্রার্থীকে, অভিযোগের তীর তৃণমূলের দিকে

দক্ষিণ দিনাজপুরের অশোক গ্রামে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বিজেপি প্রার্থীকে প্রাণ নাশের হুমকি দিলো রাজ্যের শাসকদল এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী সরস্বতী বর্মনের।সরস্বতীদেবী এদিন অভিযোগ করে বললেন, মনোননয়পত্র জমা দেওয়ার দিন থেকে সমানে হুমকি দিচ্ছে তৃণমূলের লোকজন। মনোনয়নপত্র প্রত্যাহার না করলে চুল কেটে নেবে বলে হুমকি পর্যন্ত দিয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নানাভাবে ভয় দেখাচ্ছে। বহু কষ্টে স্বামী দু’বিঘা জমিতে পাট লাগিয়েছিলেন। সোমবার রাতে স্থানীয় তৃণমূল নেতা আবুল হোসেন মণ্ডল ও তাঁর লোকজন ট্রাক্টর চালিয়ে তা নষ্ট করে দেয়। এই অবস্থায় এখন তিনি আশ্রয় নিয়েছেন বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে। এদিকে এইসব অভিযোগই কার্যত অস্বীকার করেছে জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কুমারগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি মফিজুদ্দিন মিঞা এই প্রসঙ্গে বললেন, “বিজেপি প্রার্থীর সব অভিযোগই মিথ্যে। এই ধরনের কাজে তৃণমূলের কেউ জড়িত নয়।” তবে তাঁর অনুমান এলাকায় কারোর সাথে জমিসংক্রান্ত কোনও বিবাদের জেরেই এই ঘটনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!