রানাঘাটে শেষমুহূর্তে প্রার্থীবদলে রীতিমত চাপে বিজেপি, প্রচারে ঝড় তুলে কোনোরকমে “মেক আপের” চেষ্টা জাতীয় নদীয়া-২৪ পরগনা রাজ্য April 13, 2019 নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুকুটমনি অধীকারীর বদলে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে জগন্নাথ সরকারের নাম ঘোষণা করেছে বিজেপি। আর সেই নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই বৃহস্পতিবার থেকে নিজের প্রচার শুরু করলেন এখানকার বিজেপি প্রার্থী। কখনও মোটর বাইক আবার কখনও বা হেঁটে দলীয় কর্মীদের নিয়ে প্রচার করে শান্তিপুরের গোবিন্দপুর কালী মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার শুরু করেন তিনি প্রসঙ্গত, সরকারি চিকিৎসক হওয়ার দরুন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুটমনি অধিকারী চাকরি থেকে ইস্তফা পত্র দিয়ে সরকারের কাছে আবেদন জানালেও শেষ পর্যন্ত মনোনয়ন পর্ব এগিয়ে আসায় সরকারের পক্ষ থেকে মুকুটমনি বাবুর আবেদন পত্র জমা না করায় রানাঘাট লোকসভা কেন্দ্র সেই মুকুটমণি অধিকারীর বদলে জগন্নাথ সরকারের নাম ঘোষণা করে বিজেপি। তবে জগন্নাথ সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় মুকুটমনি অধীকারীর নামই দেওয়াল লিখনে দেখা যায়। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - জানা গেছে, এদিন দুপুরে শান্তিপুরের গোবিন্দপুরে রেলগেট সংলগ্ন এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের পাশে মুকুটমনি অধীকারির নাম মুছে দিয়ে সেখানে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নাম লেখা হয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী এদিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই নিজের মনোনয়নপত্র জমা দেন রানাঘাট লোকসভা কেন্দ্রের নতুন বিজেপি প্রার্থী। তবে জগন্নাথ সরকারের পাশাপাশি বিজেপির নেতা সুজিত বিশ্বাস এবং মানবেন্দ্র রায়ও একই দিনে মনোনয়নপত্র জমা দেওয়ায় তৈরি হয়েছে তুমুল বিতর্ক। কিন্তু জয়ের ব্যাপারে তিনি কতটা আশাবাদী? এদিন এই প্রসঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের নতুন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, “জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। দলের সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে যেহেতু আমি দীর্ঘদিন এই এলাকায় কাজ করেছি, তাই কর্মী-সমর্থকদের সঙ্গে বহু আগে থেকেই আমার একটা সম্পর্ক স্থাপন হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে দেখেই সকলে বিজেপিকে ভোট দেবেন।” সব মিলিয়ে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রানাঘাট লোকসভা কেন্দ্রের মুকুটমণি অধিকারীর বদলে জগন্নাথ সরকারকে পার্থী করে প্রচারে ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির। আপনার মতামত জানান -