এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কে হচ্ছেন বিজেপির প্রার্থী? নাম ঘোষণা করলো গেরুয়া শিবির

কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কে হচ্ছেন বিজেপির প্রার্থী? নাম ঘোষণা করলো গেরুয়া শিবির


লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী দেবশ্রী চৌধুরী বেশ ভালো ভোটেই জয়লাভ করেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে। কিন্তু লোকসভা নির্বাচনের পর অনেক সময় পেরিয়ে গেছে। রাজ্য রাজনীতিতে যে বিষয়গুলো নিয়ে এখন সবথেকে তোলপাড় হচ্ছে পরিস্থিতি, তার মধ্যে অন্যতম এনআরসি থেকে গান্ধী সংকল্প যাত্রা। যে গান্ধী সংকল্প যাত্রায় রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর অনুপস্থিতি বিড়ম্বনা বাড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা বিজেপির বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আর এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করতে এখন সাধারণ মানুষের ওপরই ভরসা রেখেছিলো গেরুয়া শিবির। যেক্ষেত্রে এই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র দখলের জন্য সাধারণ মানুষ কাকে প্রার্থী হিসেবে চান, তার জন্য সমীক্ষা চালিয়েছে তারা।

ইতিমধ্যেই কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হতে চেয়ে 12 জনের মত ব্যক্তি দলের জেলা নেতৃত্বের মাধ্যমে রাজ্য নেতৃত্বের কাছে আবেদন জমা করেছিলেন । কিন্তু কাকে প্রার্থী করা হবে, সেই ব্যাপারে বিজেপি সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় মানুষজনের মতামত নিয়ে সঠিক ব্যক্তিকে প্রার্থী করতে চেয়েছিলো । আর সেই মতোই এবার জানা যাচ্ছে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন কমলচন্দ্র সরকার।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুর কারণে এবার এখানে বিধানসভা উপনির্বাচন হচ্ছে। যেখানে কংগ্রেসের প্রার্থী হিসেবে সেই প্রয়াত প্রমথনাথবাবুর মেয়ে ধীতশ্রী রায়ের নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করলো।

এখন দেখার বিজেপি এই কেন্দ্র নিজেদের হাতে রাখতে পারে কিনা ?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!