বিরোধীদের মহাজোট, অনুব্রত গড়ের ‘ছোট’ নির্বাচনে ধুয়ে মুছে সাফ শাসকদল বিশেষ খবর রাজ্য December 22, 2017 বিরোধী ভোট ভাগ নাহলে শাসকদলকে টেক্কা দেওয়া সম্ভব আরো একবার প্রমাণিত হল অনুব্রত মন্ডলের বীরভূমে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূলপন্থী আইনজীবীদের প্রায় দুরমুশ করে হারিয়ে দিল বামফ্রন্ট-বিজেপি-কংগ্রেসের মহাজোট। রামপুরহাট বার অ্যাসোসিয়েশনে প্রতি তিন বছর অন্তর কমিটি তৈরি করতে এই নির্বাচন হয়। শাসকদল সবকটি আসনেই এককভাবে প্রার্থী দিয়েছিল। অন্যদিকে কংগ্রেস, বামফ্রন্ট, বিজেপি মহাজোট গড়ে একের বিরুদ্ধে এক প্রার্থী দেয়। আর তাতেই উলটপুরাণ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সভাপতি, সহ সভাপতি, সম্পাদক সহ ৭ টি কর্মসমিতির আসনের মধ্যে ৫ টিতেই মহাজোটের প্রার্থীরা নির্বাচিত হন, শুধু তাই নয় নির্বাচন হওয়া ১১ টি আসনের মধ্যে ৯ টিতেই জয় পেয়েছেন মহাজোটের প্রার্থীরা। মহাজোটের তরফ থেকে জানানো হয়, বার অ্যাসোসিয়েশনে শাসকদল জোর করে রাজনীতি ঢুকিয়েছিল, আর তাই বার অ্যাসোসিয়েশনকে বাঁচাতে এই মহাজোট গঠন করা হয়। আর মহাজোটের এই চোখ-ধাঁধানো সাফল্যে ভবিষ্যতে নতুন রাজনৈতিক সমীকরণের দরজা খুলে যেতে পারে জেলায় বলে মনে করছেন মহাজোটের সমর্থকেরা। আপনার মতামত জানান -