এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উত্তরবঙ্গে এসে কথা রাখলেন মুখ্যমন্ত্রী, খুশির হাওয়া!

উত্তরবঙ্গে এসে কথা রাখলেন মুখ্যমন্ত্রী, খুশির হাওয়া!


কথা দিলে তিনি কথা রাখেন। বিভিন্ন সভাতে নানা কর্মসূচির বাস্তব প্রয়োগ ঘটিয়ে অতীতের দেওয়া কথাকে প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার উত্তরবঙ্গে এসে ফের নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার কেএলও জঙ্গি সংগঠন ছেড়ে আসা 15 জন সদস্যের সঙ্গে দেখা করে সরকারি চাকরির আশ্বাস দিলেন তিনি। যা রীতিমত খুশির হাওয়া তৈরি করেছে সেই সমস্ত ব্যক্তিদের পরিবার পরিজনদের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে মালদায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার সকালে কেএলও সংগঠন ছেড়ে আসা 15 জন সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানায়। আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ পৌছলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করার জন্য রাজি হন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

 

সূত্রের খবর, এদিন পনেরোজন সদস্যের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী। আর এরপরই তাদের হোমগার্ড পদে চাকরির আশ্বাস দেন তিনি। আর মুখ্যমন্ত্রী মালদা সফরে এসে তাদের সঙ্গে দেখা করায় এবং চাকরির প্রতিশ্রুতি দেওয়ায় এখন রীতিমত খুশি সেই কেএলও জঙ্গি সংগঠন ছেড়ে আসা ব্যক্তিরা। এদিন এই প্রসঙ্গে হবিবপুরের সৌমেন সরকার এবং সুকুমার রায় বলেন, “এরকম মালদহে প্রায় 40 জন রয়েছেন। যাঁরা একসময় কেএলও সংগঠনের সঙ্গে যুক্ত ছিল‌। দীর্ঘদিন আগেই রাজ্য সরকারের প্রতিশ্রুতি মত আমরা ওই সংগঠনগুলির পুলিশ প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছিলাম। স্বাভাবিক জীবন-যাপনে ফিরে এসেছি। এখন আমরা চাই, রাজ্য সরকার প্রতিশ্রুতি মত ভবিষ্যতে কিছু একটা ব্যবস্থা করে দিক।”

সব মিলিয়ে এবার মুখ্যমন্ত্রী তাদের আশা পূর্ণ করায় এখন রীতিমত খুশি সেই জঙ্গী সংগঠন ছেড়ে আসা ব্যক্তিরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!